এবার কড়া টক্করে সানি-কঙ্গনা, পুরোনো বিতর্ক উষ্কে বিস্ফোরক কঙ্গনা, সপাট উত্তর সানির

  • বচসা এবার আমনে সামনে, কর্তযুদ্ধ
  • সানি ও কঙ্গনা এবার মুখোমুখি
  • একের পর এক তারকাকে তোপ দাগছেন কঙ্গনা
  • ভাইরাল এবার সানির পোস্ট

গত কয়েকদিনে একাধিক বিতর্কে জড়িয়েছে কঙ্গনা রানাওয়াতের নাম। একের পর এক তারকাকে তোপ দেগে বর্তমানে ভাইরাল বলিউড কুইন। কুইনের এখন বলিউডকে নিয়ে থাকা একাধিক অভিযোগই যেন অস্ত্র। একের পর এক তা বার করে নিয়ে সামনে পেশ করছেন তিনি। স্বরা ভাস্কর থেকে শুরু তাপসী পান্নু, জয়া বচ্চন থেকে শুরু করে বলিউডের টপ স্টারেদের নাজেহাল করে ছাড়ছেন তারকা। 

 

Latest Videos

 

বরাবরই ঠোঁট কাটা কঙ্গনা। যার জেরে একাধিক সময় বেফাঁস মন্তব্যও করে বসেন কঙ্গনা। আর তাকে ইসু করেই শুরু হয়ে যায় বিতর্ক। এবারের বিষয় ছিল পাকিস্তান। তা থেকে শুরু, বর্তমানে সেই বিবাদ এক কথায় থামাতে নারাজ তিনি। এবার তোপ দেগে বসলেন সানি লিওনিকে। পুরোনো ঘটনা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনা, লেখেন, বলিউডে এক বিখ্যাত লেখকেও একবার তোপের শিকার হতে হয়েছিল, কারণ তিনি বলেছিলেন সানি লিওনির বিরুদ্ধে।

 

 

সেদিন হঠাৎ করে কিছু বলিউড সদস্যদের নারীবাদী মনোভাব জেগে ওঠে। সানির শিল্পী সত্ত্বাকে গ্রহণ করেছে গোটা দেশ। এরপরই আবারও ভাইরাল হয়ে ওঠেন কঙ্গনা। এই তরজা দেখার পর  অল্প কথায় সপাট জবাব দিলেন সানি। লিখছেন বিশ্ব জুড়ে তামাশা চলছে, লাঞ্চ ডেটে এলাম...

.

Share this article
click me!

Latest Videos

'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি