অধিকার নিয়ে আবারও সরব কুইন, বিতর্কিত দিনে নেতাজিকে নিয়ে মন্তব্য কঙ্গনার

  • সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ঝড়
  • বিতর্কিত দিনে এবার মুখ খুললেন নেতাজিকে নিয়ে
  • কোনও দিন পাননি যোগ্য সন্মান
  • কঙ্গনার পোস্ট মুহূর্তে ভাইরাল 

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় কঙ্গনা রানাওয়াত। একাধিক বিষয় নিয়ে প্রতি নিয়ত কলম ধরে থাকেন তিনি। এবার তাঁর নজরে ১৮ অগাস্ট। গত কয়েক বছর ধরেই এই তারিখ নিয়ে বেজায় তর্ক বিতর্কের ঝড় উঠেছে। কারণ এই দিনটাই স্থির করা হয়েছে নেতাজির মৃত্যুর দিন হিসেবে। যা আপামর বাঙালির মননে চাবুকের মত আঘাত হেনেছে। সকলের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আজও জীবিত। 

 

Latest Videos

 

তবে উইকিপিডিয়া তা বলে না। তাই সেই দিনটিই এখন উল্লেখ থাকে নেতাজির নামের তলা, তাঁর প্রয়াণ দিবস হিসেবে। এবার এই বিতর্কিত দিনেই নেতাজিকে নিয়ে কলম ধরলেন কঙ্গনা রানাওয়াত। লিখলেন, সাভারকর, লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফরের মতোই নেতাজির প্রাপ্যও তিনি পাননি ৷ ব্রিটিশ সরকারের অনুগতরাই তাঁর বিরুদ্ধে ঘৃণ্য প্রচার চালিয়ে গিয়েছেন ৷ বুদ্ধিজীবীরা লাগাতার দাবি করে এসেছেন, খড়গ ও ঢাল ছাড়াই আমরা স্বাধীনতা পেয়েছি ৷ যা একদমই সত্যি নয় ৷ স্বাধীনতা রক্ত চায়, আর নেতাজি দেশের স্বাধীনতার জন্য সেই রক্ত দিয়েছেন।

 

 

কঙ্গনা এদিন আরও লেখেন, আমি বামপন্থী আদর্শ বুঝি এবং তাকে সম্মানও করি ৷ তবে আমার ক্ষেত্রে তা কখনই খাটেনি ৷ তাই আমি ডানপন্থীতেই বিশ্বাস রাখি ৷ আমার অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, মানুযের সামনে ভিক্ষা করলে কাউকে কিছু দেয় না, নিজেরটা নিজেকে ছিনিয়ে নিতে হয়...। কঙ্গনার েই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। পরিস্থিতির কবলে পড়ে কঙ্গনা দেখেছেন কীভাবে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়, আর সেই কথাই তাঁর কলমে ফিরে ফিরে আসে। 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech