'সুশান্তের টাকা এতদিন উড়িয়ে আজ একটা মোমবাতি জ্বালানোর সময় হল না', রিয়াকে তোপ কুইনের

Published : Jul 24, 2020, 09:56 PM ISTUpdated : Jul 24, 2020, 10:05 PM IST
'সুশান্তের টাকা এতদিন উড়িয়ে আজ একটা মোমবাতি জ্বালানোর সময় হল না', রিয়াকে তোপ কুইনের

সংক্ষিপ্ত

সুশান্তের মৃত্যুর পর থেকেই গর্জে উঠেছেন কঙ্গনা একের পর এক তথ্য সামনে আনছেন সোশ্যাল মিডিয়ায় এবার সুশান্তের আত্মার শান্তি কামনাতে সামিল কঙ্গনা রিয়াকে বিঁধলেন একাধিক তোপে 

সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক প্রশ্ন উঠছে নেটদুনিয়ায় নেপোটিজম নিয়ে। বলিউডের অন্দরমহলের একাধিক তথ্য হচ্ছে ফাঁস। এমনই পরিস্থিতিতে কঙ্গনা রানাওয়াত এক প্রকার তদন্তের ভার তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। একের পর এক তারকা যখন সুশান্তের মৃত্যুর পর তোপের শিকার হচ্ছিলেন, ঠিক তখনই কঙ্গনা রানাওয়াত খোলসা করেছিলেন কীভাবে বলিউডে বহিরাগতের এক ঘরে কোরে রাখা হয়। 

আরও পড়ুনঃ মুম্বই পুলিশের কাছে বয়ান দিতে প্রস্তুত কঙ্গনা, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের আশা

প্রশ্ন তুলেছিলেন লবি নিয়েও। এমনই পরিস্থিতিতে দেখতে দেখতে কেটে যায় একমাস। সুশান্তের মৃত্যুর একমাস পরই সোশ্যাল মিডিয়ায় এক ফ্যান ক্লাব মোমবাতি জ্বালিয়ে তাঁর আত্মার শান্তি কামনার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই তালিকাতেই নাম লিখিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, অঙ্কিতা লোখান্ডে। টানা দুঘণ্টা ধরে চলা এই মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভাতে দুমিনিট নিরবতা পালন করে সকলেই ছবি দিচ্ছিলেন। 

 

 

২২ জুলাই এখানে যোগ দিয়েছিলেন ছয় লক্ষেরও বেশি মানুষ। সেখানে দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। সেই প্রসঙ্গ তুলে কঙ্গনা বলেন সুশান্তের ক্রেডিট কার্ডে শপিং করার সময় আছে, বিদেশ ভ্রমণের সময় আছে, অথচ একটা মোমবাতি জ্বালানোর সময় পেলেন না রিয়া। এই মন্তব্যের পরই আবারও নেটদুনিয়া রিয়ার ওপর তোপ হানে। সকলেই বলতে থাকেন অঙ্কিতাই সুশান্তের আসল প্রেমিকা।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?