
গত এক বছর ধরে বারেবারে খবরের শিরোনামে উঠে এসেছে বলিউড কুইন' কঙ্গনা রানাওয়াত এর নাম। একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি বি-টাউনের। কখোনই জড়িয়ে পড়ছেন তিনি বিতর্কের তুঙ্গে, কখনো আবার তিনি জড়িয়ে পড়ছেন রাজনীতির জাঁতাকলে। এরই মাঝে কেরিয়ারের মূলস্রোত বলিউড কে উপেক্ষা করতে নারাজ কঙ্গনা। তারই প্রস্তুতি এখন তুঙ্গে।
আরও পড়ুন- একাধিক শর্ত ভাঙ্গা হয়েছে, যথা সময় মিলেনি টাকা, প্রতারণা নিয়ে মুখ খুললেন সানি
সিলেবদের মধ্যে কঙ্গনা এক কথায় যেন আইসোলেটেড। প্রযোজনা ও পরিচালনা থেকে শুরু করে অভিনয়, কানায় কানায় নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত কঙ্গনা। সদ্য শেষ হয়েছে ছবির কাজ থালাইভির। তারপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাত দিলেন ধক্কর ছবিতে। সেই ছবির শুটিং এখন চলছে পুরোদমে।
তারই এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এবার কঙ্গনা রানাওয়াত। সেখানেই দেখা গেল একটি সিক্যুয়েন্সের শ্যুট হচ্ছে। যেখানে দেখা গেল এক অ্যাকশন এর মাঝে কঙ্গনা ও এক ফাইটার করে টক্করে শামিল। ক্রেনে করে আঁচড়ে পড়লেন কঙ্গনা। এই ভিডিও শেয়ার হতেই তা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। শুটিং সেটে ঠিক কতটা পরিশ্রমী কঙ্গনা তার ঝলক মিলেছে বারে বারে। এই ভিডিও স্পষ্ট সেই ইঙ্গিত দেয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।