মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা, কঙ্গনার বিস্ফোরক মন্তব্যে ফুঁসছে বিটাউন

Published : Sep 04, 2020, 12:25 PM IST
মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা, কঙ্গনার বিস্ফোরক মন্তব্যে ফুঁসছে বিটাউন

সংক্ষিপ্ত

কঙ্গনা রানাওয়াতের মন্তব্যে সৃষ্টি বিতর্ক মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা  মুহূর্তে ফুঁসে উঠল নেটমহল পোস্টে প্রতিক্রিয়া বলিউড সেলেবদের

মুম্বই এখন বিতর্কের মূলে। বাইরে দেখে যে টিনসেল টাউনকে অনবদ্য লাগে, তার অন্দরমহলের ছবিটা ঠিক কেমন, বিগত কয়েকদিনে, তাই উঠে এসেছে চর্চার আলোয়। বিটাউন নিয়ে একাধিক মন্তব্যে ভরতে থাকছে সোশ্যাল মিডিয়ার পাতা। আর সেই বিতর্কেই ঘি ঢেলেছিলেন কঙ্গনা রানাওয়াত। জানিয়েছিলেন, বলিউড হল পাক অধিকৃত কাশ্মীর। এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ল বলিউড। একের পর এক তারকারা নেট দুনিয়ায় সরব হলেন। 

 

 

উর্মিলা মন্তব্য করে জানান, মুম্বই নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, অনেক অসম্মান করা হয়েছে, এখানে সাংস্কৃতি, বুদ্ধিজীবীদের বাস, এমন অকৃতজ্ঞতা ঠিক নয়। 

 

 

পাশাপাশি সোনু সুদ মুম্বই নিয়ে মন্তব্য করে বলেন, মুম্বই তাঁকে অনেক কিছু দিয়েছে, এখানে সেলাম করলে সেলাম পাওয়া যায়। 

 

 

দিয়া মির্জার কথায়, মুম্বই আমার প্রাণ ২০ বছর এখানে কাটিয়েছি, যখন ১৯ বছরের ছিলাম তখন মুম্বইয়ে পা রেখেছিলাম। 

 

 

রিতেশ দেশমুখের কথায়, মুম্বই হিন্দুস্তান। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?