চলছে বুলডোজার, 'আমি ভুল নই, কেন আমার মুম্বই পাকিস্তান', সোশ্যাল মিডিয়ায় ঝড় কঙ্গনার

Published : Sep 09, 2020, 12:42 PM ISTUpdated : Sep 09, 2020, 12:47 PM IST
চলছে বুলডোজার, 'আমি ভুল নই, কেন আমার মুম্বই পাকিস্তান', সোশ্যাল মিডিয়ায় ঝড় কঙ্গনার

সংক্ষিপ্ত

কঙ্গনার বাড়ির সামনে বুল্ডোজার অনুপস্থিতিতেই ভাঙা হচ্ছে অফিস দুপুরের মধ্যেই মুম্বইতে ঢুকবেন কঙ্গনা পরিস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন স্টার 

বিমানে কঙ্গনা। এরই মাঝে বড় পদক্ষেপ নিল বিএমসি। একের পর এক বুল্ডোজার হ৮াজির কঙ্গনার অফিসের সামনে। বুধবার সকালেই মান্ডি থেকে কঙ্গনা রওনা দিয়েছেন। এরই মাঝে নয়া নোটিস পড়েছিল কঙ্গনার অফিসের সামনে। একের পর এক পুলিশের গাড়িও হাজির হয়েছিল। এরপরই ভাঙার কাজ শুরু হয় কঙ্গনার মণিকর্ণিকা অফিস। রাস্তা থেকেই একের পর এক টুইট কঙ্গনার। 

 

 

কয়েকদিন আগেই মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলার কারণে সকলের রোষের মুখে পড়তে হয়েছিল কঙ্গনাকে। এবার সেই কঙ্গনাই প্রমাণ করলেন কেন তাঁর কাছে মুম্বই পা৪কিস্তান। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। পাশাপাশি হাইকোর্ট থেকেও অর্ডার আসে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাঙার কাজ করা যাবে না। তা অমান্য করেই ভাঙার কাজ চালু রেখেছে বিএমসি। 

 

 

ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে অফিসের সামনের ব্যানার। ভেতরে চলছে ভাঙার কাজ। ছবি শেয়ার করে সোমানে টুইট করে চলেছেন কঙ্গনা রানাওয়াত। গণতন্ত্রের মৃত্যু, পোস্টে বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। জানিয়ে দিলেন হাইকোর্টের নির্দেশও। অথচ বন্ধ হল না ভাঙার কাজ। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Toxic: ঠিক যেন হলিউড ছবি! নিজের জন্মদিনে এ কোন অবতারে যশ ?দেখলেই চোখ ঝাঁঝিয়ে যাবে
ফ্যানের কটাক্ষের কড়া জবাব দিলেন বরুণ ধাওয়ান, 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' নিয়ে কী বললেন অভিনেতা?