Big Breaking- কন্যা নয়, দ্বিতীয় সন্তানও পুত্রই এলো করিনার কোল আলো করে, খুশির মেজাজ নবাব পরিবারে

  • আবারও পুত্রসন্তানের জন্ম দিলেন করিনা 
  • তৈমুরের ভাই দেখলো পৃথিবীর আলো
  • খুশির মেজাজ নবাব পরিবারে

শুক্রবার থেকেই অপেক্ষায় দিন গুণছিলেন সকলে। শীঘ্রই সুখবর শোনাবেন করিনা কাপুর। বাড়িতে পৌঁচ্ছে গিয়েছিল একগুচ্ছ উপহারও। শনিবারই হাসপাতালে ভর্তি হন করিনা কাপুর। রবিবার সকালেই পুত্র সন্তানের জন্মদিলেন বেবো। মুহূর্তে খুশির খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দিয়েছিলেন করিনা কাপুর। 

২০২০ সালে অগাস্ট মাসেই প্রথম প্রকাশ্যে আসে আবারও মা হতে চলেছেন করিনা কাপুর। বছর ঘুরতেই পরিবারে এলো নতুন সদস্য। খুশির জোয়ারে ভাসছে এখন ভক্তমহল। কন্যা সন্তানের অপেক্ষাতেই প্রহর গুণছিলেন সকলে। তবে তৈমুরকে বোন নয়, ভাই উপহার দিলেন করিনা-সইফ। কয়েকদিন আগেই নতুন বাড়িতে সিফট করেছেন করিনা-সইফ। সেখানেই হাসপাতাল থেকে সোজা উপস্থিত হবেন তিনি। 

Latest Videos

যদিও এখনও পর্যন্ত সইফ বা করিনার পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। তবে হাসপাতালসূত্রের খবর ভালোই আছেন করিনা কাপুর। বর্তমানে সইফের চার সন্তান, এক কন্যা ও তিন পুত্র, ভরা পরিবার নিয়ে এবার নতুন সফর শুরু করার পথে এই জুটি। করিনা ও সইফকে শুভেচ্ছা। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts