Big Breaking- কন্যা নয়, দ্বিতীয় সন্তানও পুত্রই এলো করিনার কোল আলো করে, খুশির মেজাজ নবাব পরিবারে

Published : Feb 21, 2021, 10:28 AM ISTUpdated : Feb 21, 2021, 10:41 AM IST
Big Breaking- কন্যা নয়, দ্বিতীয় সন্তানও পুত্রই এলো করিনার কোল আলো করে, খুশির মেজাজ নবাব পরিবারে

সংক্ষিপ্ত

আবারও পুত্রসন্তানের জন্ম দিলেন করিনা  তৈমুরের ভাই দেখলো পৃথিবীর আলো খুশির মেজাজ নবাব পরিবারে

শুক্রবার থেকেই অপেক্ষায় দিন গুণছিলেন সকলে। শীঘ্রই সুখবর শোনাবেন করিনা কাপুর। বাড়িতে পৌঁচ্ছে গিয়েছিল একগুচ্ছ উপহারও। শনিবারই হাসপাতালে ভর্তি হন করিনা কাপুর। রবিবার সকালেই পুত্র সন্তানের জন্মদিলেন বেবো। মুহূর্তে খুশির খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দিয়েছিলেন করিনা কাপুর। 

২০২০ সালে অগাস্ট মাসেই প্রথম প্রকাশ্যে আসে আবারও মা হতে চলেছেন করিনা কাপুর। বছর ঘুরতেই পরিবারে এলো নতুন সদস্য। খুশির জোয়ারে ভাসছে এখন ভক্তমহল। কন্যা সন্তানের অপেক্ষাতেই প্রহর গুণছিলেন সকলে। তবে তৈমুরকে বোন নয়, ভাই উপহার দিলেন করিনা-সইফ। কয়েকদিন আগেই নতুন বাড়িতে সিফট করেছেন করিনা-সইফ। সেখানেই হাসপাতাল থেকে সোজা উপস্থিত হবেন তিনি। 

যদিও এখনও পর্যন্ত সইফ বা করিনার পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। তবে হাসপাতালসূত্রের খবর ভালোই আছেন করিনা কাপুর। বর্তমানে সইফের চার সন্তান, এক কন্যা ও তিন পুত্র, ভরা পরিবার নিয়ে এবার নতুন সফর শুরু করার পথে এই জুটি। করিনা ও সইফকে শুভেচ্ছা। 

PREV
click me!

Recommended Stories

ট্রেলার জুড়ে ভরপুর প্রেম কাহিনী, মুক্তি পেল কার্তিক-অনন্যা অভিনীত 'তু মেরি ম্যায় তেরা' ছবির ট্রেলার
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার