সন্তান আসার আগেই নতুন বাড়িতে প্রবেশ, ছবি শেয়ার করতেই ভাইরাল করিনা

Published : Jan 18, 2021, 11:25 AM IST
সন্তান আসার আগেই নতুন বাড়িতে প্রবেশ, ছবি শেয়ার করতেই ভাইরাল করিনা

সংক্ষিপ্ত

নিজে হাতে সাজিয়ে নিয়েছেন করিনা বাড়ির ছবি  সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করলেন ছবি  রয়্যাল লুকেই ধরা দিন নয়া ভিলা  এক ঝলকেই ধরা পড়ল পাতৌদি ফ্লেভার 

পরিবারের নতুন সদস্য আসার আগেই নতুন বাড়িতে শিফট করতে চলেছেন কারিনা কাপুর। তাই কয়েক মাস ধরে মনের মত করে সাজিয়ে নিচ্ছেন কারিনার বাড়ি। এর মধ্যে একাধিক ছবি হয়ে উঠেছে ভাইরাল। কয়েকদিন আগেই সামনে এসেছিল ডিজাইনারের সঙ্গে কথা বলছেন করিনা। মনের মত করে সাজিয়ে তুলেছেন নতুন বাড়ি। এবার সেই বাড়িতেই প্রবেশের পালা। 

আরও পড়ুন-গুঞ্জনকে তুড়ি, এবার 'মাচা'-তে আরও কাছাকাছি যশ-নুসরত, 'নোংরামি' বলে কটাক্ষ সাইবারবাসীর

সেই বাড়িটি এবার প্রবেশের পালা। শোয়ার ঘর সামনে থেকে দেখা যাচ্ছে বারান্দা। রাখা রয়েছে টি টেবিল। রয়েল স্টাইলেই তৈরি করা হয়েছে বাড়ি। যার ঝলকে পতৌদি পরিবারের আরকিটেকই ধরা পড়ে। সাদাকালো ব্লক মারবেল, দেওয়ালে পরপর সাজানো ছোট-বড় নানা ফ্রেম। পালঙ্কের আকারে খাটও নজরে পড়ল সকলের। পাতৌদি ভিলা কায়দাতেই সেজে উঠেছে নবাব পুত্রের নতুন বাড়ি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সেই ঘরের ছবি শেয়ার করেন কারিনা লিখলেন নতুন দরজায় প্রবেশ। এই বাড়িতে রয়েছে তৈমুরের জন্য একটি আলাদা ঘর। রয়েছে নতুন সদস্যের জন্য একটি রুম। কারিনা-সাইফের বসার ঘর থেকে শুরু করে ডাইনিং রুম ড্রয়িং রুম সাজিয়েছে নিজের হাতে করিনা। আর সেই স্বপ্নপুরী দরজা এবার প্রস্তুত স্বাগত জানাতে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার