
পরিবারের নতুন সদস্য আসার আগেই নতুন বাড়িতে শিফট করতে চলেছেন কারিনা কাপুর। তাই কয়েক মাস ধরে মনের মত করে সাজিয়ে নিচ্ছেন কারিনার বাড়ি। এর মধ্যে একাধিক ছবি হয়ে উঠেছে ভাইরাল। কয়েকদিন আগেই সামনে এসেছিল ডিজাইনারের সঙ্গে কথা বলছেন করিনা। মনের মত করে সাজিয়ে তুলেছেন নতুন বাড়ি। এবার সেই বাড়িতেই প্রবেশের পালা।
আরও পড়ুন-গুঞ্জনকে তুড়ি, এবার 'মাচা'-তে আরও কাছাকাছি যশ-নুসরত, 'নোংরামি' বলে কটাক্ষ সাইবারবাসীর
সেই বাড়িটি এবার প্রবেশের পালা। শোয়ার ঘর সামনে থেকে দেখা যাচ্ছে বারান্দা। রাখা রয়েছে টি টেবিল। রয়েল স্টাইলেই তৈরি করা হয়েছে বাড়ি। যার ঝলকে পতৌদি পরিবারের আরকিটেকই ধরা পড়ে। সাদাকালো ব্লক মারবেল, দেওয়ালে পরপর সাজানো ছোট-বড় নানা ফ্রেম। পালঙ্কের আকারে খাটও নজরে পড়ল সকলের। পাতৌদি ভিলা কায়দাতেই সেজে উঠেছে নবাব পুত্রের নতুন বাড়ি।
সোশ্যাল মিডিয়ায় সেই ঘরের ছবি শেয়ার করেন কারিনা লিখলেন নতুন দরজায় প্রবেশ। এই বাড়িতে রয়েছে তৈমুরের জন্য একটি আলাদা ঘর। রয়েছে নতুন সদস্যের জন্য একটি রুম। কারিনা-সাইফের বসার ঘর থেকে শুরু করে ডাইনিং রুম ড্রয়িং রুম সাজিয়েছে নিজের হাতে করিনা। আর সেই স্বপ্নপুরী দরজা এবার প্রস্তুত স্বাগত জানাতে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।