কেরিয়ার বদলের অপেক্ষায় ছিলেন, করিনার জীবনই পাল্টে দিয়েছিল এই দুই ছবি

  • ব্রেকআপ থেকে সম্পর্ক দুই ঘটে একই সময় 
  • কেরিয়ার বদলের অপেক্ষায় ছিলেন
  • জীবনই বদলে দিয়েছিল এই দুই ছবিট
  • খোলামেলা আলোচনায় করিনা

কোন ছবি কখন যে কার ভাগ্য ফিরিয়ে দেয় তা বোঝা দায়। তাই যে কোনও ছবির প্রস্তাব গ্রহণের সময়ই স্বপ্ন দেখে তারকারা। হয়তো এই ছবিই কেরিয়ারে এক মাইল স্টোন হতে পারে। করিনার জীবনেও এসেছিল এমনই এক ছবির প্রস্তাব তশন। তখন তিনি যব উই মেট ছবির কাজে ব্যস্ত। প্রথমে তিনি যব উই মেট ছবি করতে চাননি। কিন্তু পরবর্তীতে শাহিদ কাপুর তাঁকে রাজি করিয়েছিলেন। 

আরও পড়ুনঃ নায়িকাকে বোকা বানিয়ে উধাও জিৎ, বচ্চন সেটের মজার ছবি পোস্ট অভিনেতার

Latest Videos

শ্যুটিং সেটে গিয়ে করিনা গর্ব বোধ করতেন যে তিনি তশন ছবির জন্য নির্বাচিত হয়েছে। সকলকে বলতেন সেই ছবিতে আমার চরিত্রই আলাদা। করিনা ভেবেছিলেন তশন ছবি তাঁর কেরিয়ার বদলে দেবে। কিন্তু তখনও তিনি আঁচ করেননি এই দুই ছবি তাঁর ভাগ্য বদলাতে চলেছে। এক সাক্ষাৎকারে দুই ছবির শ্যুটিং নিয়েই খোলা মেলা আলোচনা করলেন করিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নজর কাড়ল সকলের। 

 

 

এই সাক্ষাৎকারেই করিনাকে বলতে শোনা যায়, তিনি তখনও বুঝতে পারেননি যে পরিস্থিতি এভাবে বদলে যাবে। তখন শাহিদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন করিনা। কিন্তু কয়েকদিনের মধ্যেই হয় বিচ্ছেদ। সেখানেই শেষ নয়, এরও কয়েকদিনের মাথায় আবার জীবনে আসে সইফ। বিয়েও হয় তাঁদের। করিনার কথায় জীবনটাই বদলে দিয়েছিল এই দুই ছবি। কেরিয়ারে তো মাইলস্টোন বটেই। তা দর্শকেরাই প্রমাণ করেছিলেন। 

Share this article
click me!

Latest Videos

বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla