অন্তর্বাসে সমুদ্র সৈকতে ভাইরাল ক্যাটরিনা, মালদ্বীপে হট পোজে ফটোশুটে ব্যস্ত ক্যাট

Published : Nov 13, 2020, 02:55 PM ISTUpdated : Nov 13, 2020, 04:48 PM IST
অন্তর্বাসে সমুদ্র সৈকতে ভাইরাল ক্যাটরিনা, মালদ্বীপে হট পোজে ফটোশুটে ব্যস্ত ক্যাট

সংক্ষিপ্ত

লকডাউন এবং ধীরে ধীরে কাজে ফিরছেন সব তারকারাই সেই তালিকা থেকে বাদ পড়লেন না ক্যাট উড়ে গেলেন মলদ্বীপে শুটিংয়ে সেখান থেকে একাধিক পোস্ট ভাইরাল

বেশ কিছু বছর ধরে আর সেভাবে পর্দায় ক্যাটরিনাকে পাচ্ছে না ভক্তরা। ভারত ছবিই শেষ। যদিও সেই ছবিতেও প্রথমে প্রিয়ঙ্কাকেই কাস্ট করা হয়েছিল। তিনি ছবি না করায় পরবর্তীতে ক্যাটের কাছে আসে প্রস্তাব। এরপর থেকে আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তাই ভক্তদের এখন সোশ্যাল মিডিয়াই ভরসা। সেখানেই একমাত্র নিত্য আপডেট পাওয়া যায় ক্যাটের। শীঘ্রই তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় এখন দিন গুণছেন ভক্তরা। 

 

 

এবার ভক্তদের খুশির খবর শোনালেন খোদ ক্যাটরিনা। সম্প্রতি তিনি উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানেই ব্যস্ত রয়েছেন শ্যুটিং-এর কাজে। সমুদ্র সৈকত থেকে একের পর এক ছবি পোস্ট করছেন ক্যাটরিনা। মুহূর্তে যা ছড়িয়ে পড়ল ভক্তমহলে। মলদ্বীপে অন্তর্বাস পরে উষ্ণতা ছড়িছেন এই হট কুইন। বর্তমানে তিনি ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। যজিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। 

 

 

ক্যাটরিনা বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু বেশ কিছু বছর ধরে ক্যাটরিনার সেই পিট টাইম যেন খানিক হলেও ধ্বসে গিয়েছে। এমন পরিস্থিতিতে আবারও ছন্দে ফিরছেন ক্যাট। পোস্ট দেখা মাত্রই খুশির আমেজ, ক্যাট ভক্ত মহলে। যদিও শ্যুট নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে