পরিচালকের ভুমিকায় এবার আত্মপ্রকাশ করতে চান ক্যাটরিনা

Published : Jun 10, 2019, 01:37 PM IST
পরিচালকের ভুমিকায় এবার আত্মপ্রকাশ করতে চান ক্যাটরিনা

সংক্ষিপ্ত

নতুন পরিচয়ে আত্ম প্রকাশ করতে চলেছেন ক্যাটরিনা বলিউডে নতুন ভুমিকায় নায়িকা  অভিনয়ের পাশাপাশি পরিচালনায় ক্যাটরিনা ভিন্ন ঘরানার ছবি করতে চাইছেন তিনি

অভিনয় জগতে তার কেরিয়ার গ্রাফ বেশ আকর্ষণীয়। বলিউডে পা রাখার পর থেকেই ক্যাটরিনা কাইফ একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার অনবদ্য পর্দায় উপস্থাপনাও প্রশংসা কুরিয়েছে একাধিকবার। 
তবে এবার খানিকটা অন্য স্বাদেই বলিউডে নিজের নতুন পরিচিতি গড়ার পথে পা বাড়ালেন এই নায়িকা। অভিনয় তো আছেই সঙ্গে এবার নিজের ব্যানারে ছবি তৈরি করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। 
সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ভারত-এ সলমন খানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিস কাঁপাচ্ছেন এখন এই নায়িকা। হাতে এখন তার বেশ কয়েকটি প্রজেক্ট। কিন্তু তার লক্ষ্যে এখন নতুন পদক্ষেপ। ছবির প্রযোজনার কাজে এবার হাত দিতে চান ক্যাটরিনা।
না, বিশাল কোনও ব্যাপার নয়, নিজের নামে সাধারণ এক ব্যানার রাখার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ক্যাটরিনার মতে তিনি চান বলিউডে আরও মহিলা কেন্দ্রিক ছবি তৈরি করতে। বর্তমানে হাতে একাধিক চিত্রনাট্য থাকা সত্তেও মন ভরছেনা ক্যাটরিনা। তিনি চান একটু ভিন্ন ঘরানার ছবি করতে। যেমন সাইকো থ্রিলার, মজার ছবিতে নিজেকে দেখতে চান তিনি। কিন্তু যে সব ছবির অফার আসে, কেবলমাত্র সেই সব ছবিই করার সুযোগ পান অভিনেতা-অভিনেত্রীরা। 
ক্যাটরিনা নিজের ব্যানারে একটু অন্য ধরনের ছবিকেই তুলে ধরার ইচ্ছে প্রকাশ করলে। সেই ছবিতে তিনি থাকবেন কিনা, সেই প্রসঙ্গে নায়িকা জানান, নিশ্চয়ই, ছবির চরিত্র মানানসই হলেই করব।
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য