
খবরের শিরোনামে এখন আমির কন্যা ইরা খান। সকলকে এক প্রকার জানান দিয়েই চুটিয়ে প্রেম করছেন তিনি। বিগত কয়েক মাস ধরেই ইরার সোশ্যাল পেজে একজন বুন্ধর ছবি অহরহ পোস্ট করেন তিনি। সেই নিয়ে হাজারও গুঞ্জন শোনা যায় বি টাউনে। শাহরুখ কন্যা সুহানার পর এবার ফ্রেম বন্দি ইরা। নিজেই সোশ্যাল পেজে ছবি দেওয়ায় হল ঘোর বিপত্ত। সকলেই প্রশ্ন করতে থাকে ইরা কি তবে প্রেম করছে! উত্তর মেলেনি এই প্রশ্নের বহুদিন।
পরিশেষে মুখ খুললেন ইরা খান। নিজেই সোশ্যাল মিডিয়া ভক্তদের জানালেন তিনি সত্যিই প্রেম করছেন। সম্প্রতি ইরার জন্মদিনে ছবি পোস্ট করলেন দুজনে। বন্ধুটি হলেন গায়ক মিশাল কিরপালানি। তার সঙ্গেই দিনভর ছবি তুলে শেয়ার করলেন ইরা। মহাসমারহে মিশাল পালন করল ইরার জন্মদিন। শুধু তাই নয়, দুজনেই সম্প্রতি ঘুরে এলেন ক্যালিফর্নিয়া থেকে। সেখান থেকেও মিশাল-এর প্রফাইলে ছবি পাওয়া গেল অনেক। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি আমির খান।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত প্রশ্ন করেই বসলেন ইরা কি প্রেম করছে, তারই উত্তরে মিশালকে ট্যাগ করে ছবি শেয়ার করলেন ইরা। এই বলিউড তনয়া কি বলিউডে এবার ডেবিউ করতে চলেছেন, সেই প্রশ্নের উত্তর না মিললেও, আমির খান জানিয়ে ছিলেন অভিনয় জগতে আসার ইচ্ছে আছে ইরার।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।