'নিজের গায়ে এক ফোঁটা অ্যাসিড ফেলে দেখ কেমন লাগে', ফৈজলে অ্যাসিড হামলা ভিডিও নিয়ে সরব লক্ষ্মী

  • ফৈজল সিদ্দিকির অ্যাসিড হামলা প্রচারের টিকটক ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়
  • জাতীয় মহিলা কমিশেনের লিখিত অভিযোগের পর ডিলিট করে দেওয়া হয়েছে ফৈজলের টিকটক অ্যাকাউন্ট
  • অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রওয়াল ক্ষোভ উগরে দিলেন ফৈজলের উপর
  • এই ধরণের কনটেন্ট টিকটকে দেখে ক্ষুব্ধ লক্ষ্মী
     

টিকটকার ফৈজল সিদ্দিকির একটি ভিডিও নিয়ে এখন বিপাকে সে। অ্যাসিড অ্যাটাক নিয়ে একটি ভিডিও বানিয়েছিল ফৈজাল। ইতিমধ্যেই তার টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে টিকটক ইন্ডিয়া। অন্যদিকে ফৈজলের বিরুদ্ধে লিখিত অভিযোগও এসেছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। অ্যাসিড হামলায় আক্রান্ত লক্ষ্মী অগ্রওয়াল ভিডিওটির তীব্র নিন্দা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন, "এই ধরণের ভিডিও করে নিজেদের ক্রিয়েটার বলেন কীকরে। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনি ভাবতে পারছেন এক ফোঁটা অ্যাসিড শরীরে পড়লে কী অবস্থা হয়। নিজের আঙুলে অ্যাসিড ফেলে দেখুন তারপর হয়তো বুঝবেন। আমার এই চেহারার অবস্থা অ্যাসিডের জন্যই হয়েছে। জনপ্রিয় হতে হলে ভাল কিছু করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করুন।"

ফৈজল অন্যদিকে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, "আমায় শুধু শুধু টার্গেট করা হচ্ছে। ইউটিউব ভার্সেস টিকটক শত্রুতার কারণে আমি টার্গেটেড হলাম। ভিডিওতে দেখা যাচ্ছে আমি জল খেয়ে সেটা ছুড়ে মেরেছি মেয়েটির মুখে। অ্যাসিড কখনও কেউ খেতে পারে। আর মেয়েটি পেশাগতভাবে একজন মেকআপ আর্টিস্ট। তিনি আমার সঙ্গে একই মেকআপ নিয়ে অন্য ভিডিও করেছেন। এই ধরণের মেকআপ করে ভিডিওটি করার পিছনে কারণ অন্য ছিল। অ্যাসিড হামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই এর।"

Latest Videos

 

 

নেটিজেনদের কথায়, যদি অ্যাসিড হামলার ভিডিও এটা না হয়ে থাকে, তাহলেও কি একজন মহিলার মুখে মদ, জল এভাবেই অপমান করে ছোড়া উচিত। বিপাকে পড়ে এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বলেই মনে করছে সাইবারবাসী। টিকটক ভিডিওতে যে মেয়েটি ছিল তাকে নিয়েও তীব্র নিন্দা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ছপাক ছবিটি লক্ষ্মী অগ্রওয়ালের জীবনের উপর আধারিত। ছবিটির প্রচারের সময় দীপিকা পাডুকোন একটি মেকআপ চ্যালেঞ্জ শুরু করেছিলেন। মেয়েটির নাম ফ্যাবি। ফ্যাবি এই মেকআপ চ্যালেঞ্জে ছপাকের লুকের মেকআপ করে চ্যালেঞ্জটি অ্যাক্সেপ্ট করে। এখন সেই মেয়েটি কেন এমন ভিডিও করেছে সেই প্রশ্নই তুলছে নেটিজেনরা।  

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর