বক্ষ-বিভাজিকায় নেশা জাগানো মালাইকা আদতে কী হতে চেয়েছিলেন জানেন? শুনলে ভিড়মি খাবেন

Published : Apr 21, 2022, 06:45 AM IST
বক্ষ-বিভাজিকায় নেশা জাগানো মালাইকা আদতে কী হতে চেয়েছিলেন জানেন? শুনলে ভিড়মি খাবেন

সংক্ষিপ্ত

কখনও স্তনযুগল উন্মুক্ত করে, অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা।  একসময়কার বিখ্যাত মডেল থেকে প্রথমসারির বলি অভিনেত্রীর বয়স ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  তবে সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।

কখনও স্তনযুগল উন্মুক্ত করে, অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা।  একসময়কার বিখ্যাত মডেল থেকে প্রথমসারির বলি অভিনেত্রীর বয়স ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  তবে সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।

বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মালাইকার সেক্সি চাবুক ফিগারের নেশায় বুঁদ আট থেকে অষ্টাদশী।  জনপ্রিয় অভিনেত্রী তথা ফিটনেস গুরু হিসেবেও তাকে মানেন অনেকেই। ৪৭-এর মালাইকাকে বডি ফিটনেসে টেক্কা দেওয়া মুশকিল। সেক্সি ফিগার ধরে রাখতে নিয়মিত যোগাভ্যাসও করেন অভিনেত্রী। সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা। লাইট-ক্যামেরা-অ্যাকশন, গ্ল্যামারের ঝলকানির আগে শিক্ষিকা হতে চেয়েছিলেন মালাইকা। মনোবিজ্ঞান ছিল নায়িকা পছন্দের বিষয়। মনোবিজ্ঞান এতটাই পছন্দের ছিল যে খুব সহজেই মানুষের মন ও শরীরের ভাষা বুঝতে সিদ্ধহস্ত মালাইকা।তবে শিক্ষিকা আর হয়ে ওঠা হয়নি মালাইকার, শেষমেষ টিনসেন টাউনে  নিজের জায়গা পাকিয়ে নেন মালাইকা।

 

 

 শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। শরীরকে ওলটপালট করে নেটিজেনদের হামেশাই চমকে দেন ফ্যাশন আইকন মালাইকা।  বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন।  মালাইকার উপর যেন সর্বদাই পাপারাৎজির চোখ রয়েছে। তিনি যেখানেই যান সেখানেই যেন ফোকাস থাকে পাপারাৎজির। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় মালাইকার থেকে ভাল আর কেউ জানে না। একাধিকবার ফোটোশ্যুটের জন্য চরম ট্রোলডও হয়েছেন বলি ফ্যাশনিস্তা।  অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন ফ্যাশন আইকন মালাইকা।সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি। অন্যদিকে আরবাজ খানও ইতালিয় মডেল জর্জিয়ার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত