প্রথমবার একসঙ্গে অর্জুন-আরবাজ, থাকছেন মালাইকা নিজেও, ওয়েব সিরিজে আসতে চলেছে বড় চমক

Published : Sep 22, 2022, 11:18 AM IST
 প্রথমবার একসঙ্গে অর্জুন-আরবাজ, থাকছেন মালাইকা নিজেও, ওয়েব সিরিজে আসতে চলেছে বড় চমক

সংক্ষিপ্ত

একই ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আরবাজ খান, অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শোনা যাচ্ছে মালাইকার বোন অমৃতা আরোরাও থাকছেন এই ওয়েব সিরিজে। সিরিজের নাম আরোরা সিস্টার্স। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাদের। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

বলিউডে বড় চমক নিয়ে আসতে চলেছেন মালাইকার প্রাক্তন আরবাজ খান ও বর্তমান অর্জুন কাপুর। তবে তাদের সঙ্গে থাকছেন মালাইকা আরোরা নিজেও। এবার একই ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আরবাজ খান, অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শোনা যাচ্ছে মালাইকার বোন অমৃতা আরোরাও থাকছেন এই ওয়েব সিরিজে। সিরিজের নাম আরোরা সিস্টার্স। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাদের। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

সূত্রের খবর, মালাইকা ও অমৃতার জীবন নিয়েই তৈরি হবে এই ওয়েব সিরিজ। তাদের জীবনের গল্প নিয়েই এগোতে থাকবে ওয়েবের গল্প। ওয়েব সিরিজ হলেও এই ছবিতে থাকবে রিয়্যালিটি শো-এর ছায়া। নতুন ধরনের এই বিনোদনের নাম দেওয়া হয়েছে রিয়্যালিটি সিরিজ। এবং এই সিরিজে মালাইকা-আরবাজ-অর্জুনকে দেখা যাবে। হালফিলে এই সিরিজের খুবই জনপ্রিয়তা বাড়ছে। উল্লেখ্য,বলিউডের বিখ্যাত সহধর্মিণীদের নিয়ে তৈরি এক রিয়্যালিটি সিরিজ ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সাড়া ফেলে দিয়েছিল নেটফ্লিক্সে। মনে করা হয়েছে তা দেখেই বলিউডের দুই হট ডিভা মালাইকা ও অমৃতাকে নিয়ে রিয়্যালিটি  সিরিজ বানানোর উৎসাহ পেয়েছেন প্রযোজকরা। আরও জানা গেছে এই সিরিজে অমৃতা ও মালাইকার ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা যাবে। সেখানেই একটি পর্বে থাকবেন অর্জুন ও আরবাজ।

বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে এবং বর্তমানে এক সন্তানের মা মালাইকা। যদিও সেই সম্পর্কেও চিড় ধরে । বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। অন্যদিকে বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে নিজেক গড়ার প্রচেষ্টায় অনড় আরবাজ। তবে বিবাহবিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ, যদি তা ছেলের কারণে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা খান আপাতত নিজের ফ্ল্যাটেই থাকেন ছেলেকে নিয়ে । আরবাজ-মালাইকার একমাত্র সন্তান আরহানকে নিয়েই সময় কাটছে বলিউডের ছাইয়া ছাইয়া গার্লের। কিন্তু ছেলে আরহানের সব দায়িত্ব একসঙ্গেই পালন করে থাকেন তারা। বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি। তেমনই মালাইকার সঙ্গে ডিভোর্সের পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন আরবাজ খান।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে
শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও