বয়সকে তুরি মেরে উড়িয়ে দিয়ে অভিনয় জগত দাপিয়ে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। পাশাপাশি রয়েছে ভিবিন্ন রিয়ালিটি শো-এর কাজ। বর্তমানে তিনি দ্য কাশ্মীর ফাইলস ছবির কাজে যুক্ত ছিলেন। সেখানেই এক অ্যাকশন সিক্যুয়েন্স গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তাই নিয়েই চলে শ্যুট।
আরও পড়ুন- ক্রিসমাস সেলিব্রেশনে ভাইরাল শিল্পা সামিরা, গোয়ায় সেট স্পেশাল পার্টি
ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, পেটে যন্ত্রণা নিয়েই কাজ চালিয়ে যান মিঠুন চক্রবর্তী। প্রথমে কাউকে কিছু বুঝতে দেননি তিনি। মুখ বুঝেই কাজ করছিলেন। সাধারণ কেউ হলে সেই যন্ত্রণায় দাঁড়াতেও পারতেন না। কিন্তু মিঠুন চক্রবর্তী কাজ শেষ করার লক্ষ্যেই স্থির ছিলেন। পরিচালকের কথায়, এই গুণই মানুষকে সুপারস্টার করে। শরীর খারাপ নিয়েই মিঠুন চক্রবর্তী জানতে চান শ্যুটের কোনও ক্ষতি হয়নি তো!
বর্তমানে অবস্থা স্বাভাবিক। পেটে ইনফেকশন থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। মিঠুন চক্রবর্তীর কথায় এর বেশ কিছু বছর ধরে তিনি অসুস্থই হননি, তাই হঠাৎ শরীরটা এভাবে খারাপ হবে তা আশ্চর্যের বিষয়। বর্তমানে রেস্টেই রয়েছেন অভিনেতা। সেটে অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই উদ্বেগ ছড়ায় ভক্তমহলে। কিংবদন্তী সুপারস্টার শীঘ্রই আবার ফিরবেন সেটে। এমনটাই জানান ছবির পরিচালক বিবেক।