সেক্রেড গেমস ২-তে শিখদের অপমান করা হয়েছে! মন্তব্য দিল্লির বিধায়কের

Published : Aug 20, 2019, 05:45 PM IST
সেক্রেড গেমস ২-তে শিখদের অপমান করা হয়েছে! মন্তব্য দিল্লির বিধায়কের

সংক্ষিপ্ত

সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেমস ২ এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে সেক্রেড গেমস ২ নিয়েই এবার উঠল বির্তক সইফ আলি খানের একটি দৃশ্যকে ঘিরে উঠেছে সমালোচনা  

সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেমস ২। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার এই সেক্রেড গেমস ২ নিয়েই এবার উঠল বির্তক। দিল্লির রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসার দাবি এই সেক্রেড গেমস ২-এর একটি দৃশ্য বাদ দেওয়া উচিত। তাঁর অভিযোগ সইফ আলি খানের একটি দৃশ্য বাদ দেওয়া উচিত, ওই দৃশ্যটি তে শিখদের অপমান করা হয়েছে। 

সেক্রেড গেমস ২-এর একটি দৃশ্যে দেখা গিয়েছে সরতাজ সিং(সইফ আলি খান) তাঁর হাতের 'কড়া' যা শিখদের ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তা সমুদ্রে ছুড়ে ফেলে দেন। এই দৃশ্যটি অবিলম্বে বাদ দিতে হবে বলে সিরসা জানান। এই দৃশ্যটি বাদ দেওয়া না হলে তিনি আইনানুগ ব্যবস্হা নেবেন বলে জানিয়েছেন।   

তিনি টুইট করে জানিয়েছেন ' আমি অবাক হয়ে যাই কিভাবে দিনের দিনের পর দিন বলিউড ধর্মীয় প্রতীক-এর ওপর অশ্রদ্ধা দেখিয়ে যায়। অনুরাগ কাশ্যপ ইচ্ছাকৃতভাবে এই দৃশ্যটি রেখেছেন। কড়া শুধুমাত্র কোনও সাধারণ অলংকার নয়, এটি শিখদের গর্ব সেইসঙ্গে গুরু সাহেবের আর্শীবাদ।' 

এর আগেও সেক্রেড গেমস-এর প্রথম অধ্যায় নিয়ে আপত্তি তুলেছিলেন বিধায়ক সিরসা। দ্বিতীয়বারেও উঠেছে সমালোচনা।           

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?