চেনা ছন্দে ফিরল বলিউড ভাইজান, মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি রাধে-র ট্রেলার

Published : Apr 22, 2021, 11:17 AM IST
চেনা ছন্দে ফিরল বলিউড ভাইজান, মুক্তি পেল বহু প্রতিক্ষীত ছবি রাধে-র ট্রেলার

সংক্ষিপ্ত

সলমন খান আবারও হাজির নয়া লুকে অবশেষে মুক্তি পেল রাধে ট্রেলার বৃহস্পতিবার ঠিক বেলা ১১ টায়  মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল

২০১৯ থেকে রাধে ছবি ভক্তদের মনে ঝড় তুলেছে। আলিয়া ভাট ও সঞ্জয়লীলা বনশালির সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পরই রাধে ছবির কাজে হাত দিয়েছিলেন ভাইজান। জানিয়ে ছিলেন ২০২০ ইদেই হবে দেখা। কিন্তু তেমনটা আর ঘটেনি। ২০২০ শুরু থেকেউই করোনার কোপ গোটা দেশের ছবিটা পাল্টে দিয়েছিল। বন্ধ হয়েছিল সিনে দুনিয়া। 

আরও পড়ুন- মন খারাপ রচনার, সোশ্যাল মিডিয়ায় কেন এসে ভক্তদের কাছে চেয়েনিলেন ক্ষমা 

এরপর পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই আবারও শুরু হয় ছবির শ্যুটিং। একের পর এক তারকারা ফিরতে থাকেন সেটে। সলমন খানও তড়িঘড়ি শুরু করেছিলেন ছবির কাজ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউতেও একই ছবি। একের পর এক ছবি মুক্তি পিছিয়ে যেতে থাকে। তবে এবার আর নিজের কথার খেলাপ করলেন না সলমন খান। জানালেন ১৩ মে ইদ উপলক্ষেই মুক্তি পাবে রাধে ছবি। 

বৃহস্পতিবার বেলা ১১টাতেই মুক্তি পেল এই ছবির ট্রেলার। ভাইজানের প্রিমিয়ার বলে কথা,  মুহূর্তে লাখের ওপর ভক্তরা ভিড় জমান এই ট্রেলার দেখার জন্য।  এবারও ইদের বক্সঅফিসে ঝড় তুলবেন তিনি। ছবিতে এবার ভাইজানের বিপরীতে থাকবেন দিশা  পাটানি, পাশাপাশি দেখা যাবে জ্যাকি শ্রফকেও। ট্রেলারে বেশ কিছু অংশে হট লুকে ধরা দিলেন দিশা। অ্যাকশন ভরপুর রাধে ছবির প্রতি দর্শকদের খিদেবেশ কিছুটা বাড়িয়ে তুলল এই ভোট। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে