কোনও সেলেব্রিটির গাড়ির পিছু নেওয়া যাবে না, মিডিয়াকে কড়া বার্তা মুম্বই পুলিশের

  • গত কয়েকদিনে তোলপাড় হচ্ছে বি-টাউন
  • একের পর এক তারকা বর্তমানে এনসিবির খপ্পরে
  • সেলেবদের দেখলেই ধাওয়া করছে মিডিয়া
  • এবার কড়া নির্দেশ দিল মুম্বই পুলিশ 

Jayita Chandra | Published : Sep 27, 2020 8:58 AM IST

গত কয়েকদিন ধরে তোলপাড় হচ্ছে বলিউড। একের পর এক নাম জড়াচ্ছে মাদককাণ্ডে। রিয়া চক্রবর্তী থেকে শুরু। এরপর একে একে উঠে আসে বহু টপপ সেলেবদের নাম। বলিউডে নেই কোনও ছবির খবর, গোটা নিটসেল টাইনের লক্ষ্য এখন একটাই, এরপর কার নাম, কার ডাক। এনসিবি, এক কথায় ছেঁকে ধরেছে বলিউডকে। সেলেবদের ফোন হেফাজতে নিয়ে চলছে নজরদারি। 

এমনই পরিস্থিতিতে মিডিয়ার চোখেও একটাই লক্ষ্য, সত্য পৌঁচ্ছে দেওয়া সাধারণের কাছে। মুম্বইতে কয়েকটি মিডিয়া তাই রাত-দিন এক করেই পড়ে রয়েছেন, সেলেবদের খবরাখবর সংগ্রহ করতে। কিন্তু এই নিয়েই সম্প্রতি প্রশ্ন তুলেছেন রাকুল প্রীত। তাঁর কথায় বন্ধ করে দেওয়া হোক মিডিয়া ট্রায়াল। মিডিয়াতে েই বিষয় নিয়ে এত চর্চা কেন। দিল্লি হাইকোর্টেও এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি। 

 

 

এবার নির্দেশ জাড়ি করল মুম্বই পুলিশ। মিডিয়া কোনও সেলেবের গাড়ি ফোলো করতে পারবে না। এখন সেলেব মহলের এক অংশের ঠাঁই অধিকাংশটাই এনসিবি-তেয। আর এখানে যাতাযাতের পথেই মিডিয়ার প্রশ্নের মুখে পড়ে জেরবার তারকারা। সেই দিকে নজর দিয়েই এবার মুম্বই পুলিশ এমনই প্রসঙ্গ তুলে ধরলেন। ফলে তদন্ত নিয়ে মিডিয়াকে এক কথায় খানিক সমঝে থাকার ইঙ্গিতই দিল মুম্বই পুলিশ। 

Share this article
click me!