বায়োপিকই ট্রেন্ড। তাই একের পর এক এক বায়োপিকের খবর মিলছে চলচ্চিত্র জগত থেকে। ফিকশন নয়, বাস্তব জীবন থেকে গল্প তুলে সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিতে উদ্যোগী পরিচালকেরা। শুরকু তাই নয়, সেই ছবিকে ঘিরে দর্শকের মনে উত্তেজনাও কিছু কম নয়। তাদের প্রিয় মানুষদের অন্দরমহলের ইতিকথা জানতে সকলেই ইচ্ছুক। ফলেই বক্স অফিসে নজির গড়ছে বায়োপিক। যদিও দুর্বল চিত্রনাট্যর কারণে বেশকিছু বায়োপিককে মুখ থুবরেও পড়তে হয় অচীরেই। তবে ক্রিকেটের চাহিদাই আলাদা, দর্শক মহলে বরাবরই কৌতুহলের সঞ্চার করে এই সংক্রান্ত ছবি।
ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ার অনবদ্য বছর ৮৩-নিয়ে ছবি করছেন রনবীর দীপিকা। সেই ছবির খবর শিরোনামে আসার কিছু দিনের মধ্যেই নতুন খবর মিলল বিটাউন থেকে। এবার কলকাতার দাদা-কে দর্শক পেতে চলেছেন বড় পর্দায়। না, খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন না, তবে তার জীবনের শ্রেষ্ঠ জয়, লর্ডসের ইতিহাসের গল্প এবার তুলে ধরতে চলেছেন পরিচালক অভিনয় দেও।
সালটা ছিল ২০০২, ন্যাট-ওয়েস্ট ট্রফির ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিনিধিত্বে জয় লাভ করেছিল ভারত। তারপর সেই অনবদ্য ছবি, গ্যালারিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ওড়ানো। আজও সকলের মনে তরতাজা সেই স্মৃতি। তাকেই এবার পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই খবরই প্রকাশ্যে আনলেন তিনি। ছবিতে অভিনয় করছে কৃষ্ণা গোকানি, সামিধা গুরু, অঙ্কুর বিকল, প্লাবিতা বর্থকুর প্রমুখেরা। ছবির নাম দুসরা।