একরত্তিকে ছেলেকে নিয়ে ঘরে ফিরল সোনম, আনন্দে আত্মহারা দাদু অনিল মিষ্টিমুখ করালেন পাপারাৎজিদের

মা হয়েছেন সোনম কাপুর। জন্মাষ্টমীর পরের দিন শনিবার সোনমের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ২০ আগস্ট শনিবার  পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। সোনম কাপুরের মা হওয়ার খবর নিয়ে উত্তেজনার শেষ ছিল না টিনসেল টাউনে।  কবে আসবে নতুন অতিথি সেই অপেক্ষাতেই দিন গুনতে শুরু করেছিলেন সোনম ভক্তরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ । আপাতত সোনমের পুত্রসন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন  ভক্তরা। এখনও পর্যন্ত সন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি সোনম কাপুর। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সোনম কাপুর।  

মা হয়েছেন সোনম কাপুর। জন্মাষ্টমীর পরের দিন শনিবার সোনমের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ২০ আগস্ট শনিবার  পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। সোনম কাপুরের মা হওয়ার খবর নিয়ে উত্তেজনার শেষ ছিল না টিনসেল টাউনে।  কবে আসবে নতুন অতিথি সেই অপেক্ষাতেই দিন গুনতে শুরু করেছিলেন সোনম ভক্তরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ । আপাতত সোনমের পুত্রসন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন  ভক্তরা। এখনও পর্যন্ত সন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি সোনম কাপুর। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সোনম কাপুর।  

নাতি আসার কারণেই সকাল থেকেই সেজে উঠেছে দাদু অনিল কাপুরের বাড়ি। গোটা বাড়ি বেলুন, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে । দুপুর বেলাতেই ছেলেকে কোলে নিয়ে বাড়ি ফিরেছেন সোনম কাপুর। পাপারাৎজির ক্যামেরায় ক্যামেরা বন্দি হয়েছেন বলিপাড়ার নতুন মা। বাড়িতে ঢোকার আগে রীতিমতো সমস্ত নিয়ম মেনে মা ও ছেলের আরতি করা হয়েছে। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। বাইরে থেকে সোনমের নাম ধরে ডাকতেই সকলের উদ্দেশ্যে হাত নাড়েন নতুন মা। সোনম ও আনন্দ আহুজাকে সাদা পোশাকে দেখা গেছে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Latest Videos

 

 

তবে হাসপাতাল থেকে ফিরেই  ক্যামেরায় পোজ দেননি সোনম কাপুর। দাদু অনিল কাপুর ও আনন্দ আহুজা পাপারাৎজিদের জন্য গেটের বাইরে বেরিয়ে আসেন এবং  মিষ্টির প্যাকেট সকলকে উপহার হিসেবে দেন। হাত জোড় করে সকলের সঙ্গে অভিবাদন বিনিময় করতেও দেখা যায় অনিল ও আনন্দ আহুজাকে। দাদু হওয়ার খুশিতে আনন্দ আত্মহারা। এখানেই শেষ নয়, বাইরে পাহারারত পুলিশকর্মীদের সঙ্গে হাত মেলান অনিল কাপুর, এবং তাদের হাতেও তুলে দেন মিষ্টির প্যাকেট। দিন কয়েক আগে সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোমবার সোনম পুত্রের প্রথম ছবি প্রকাশ্যে এনেছিলেন। তবে বোনপোর ছবি শেয়ার করলেও সোনম পুত্রের মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছিলেন রিয়া। ইমোজি দিয়ে বোনপোকে আড়াল করে রেখেছিলেন রিয়া। রিয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরেই একরত্তিতে দেখতে গেছেন রিয়া ও অনীল পত্নী সুনীতা কাপুর। নাতিকে কাছ থেকে দেখে চোখে জল অনীল পত্নীর। এবং বোনপোকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন রিয়া কাপুর। ছবিতে দেখা যাচ্ছে চোখে হাত দিয়ে জল মুছছেন রিয়া। বোনপোর ছবি শেয়ার করে রিয়া লেখেন, রিয়া মাসি একদম ঠিক নেই। এত্তো কিউট। বাপরে, এ তো সহ্য হচ্ছে না। এই মুহূর্তটা কেমন জানি অবাস্তব মনে হচ্ছে। সোনম আমি তোমাকে খুব ভালবাসি, তুমি আমার দেখা সবচেয়ে সাহসী মা, আর আনন্দ আহুজা সবচেয়ে ভাল বাবা। অনেক অনেক শুভেচ্ছা নতুন দিদিমা সুনীতা কাপুরকেও। খুশির খবরে মাতোয়ারা বি-টাউন।  শুরু হল জীবনের নতুন অধ্যায়। অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মুম্বইয়ের বাড়িতেই ছয় মাস থাকবেন সোনম কাপুর এবং কাপুর পরিবারের সান্নিধ্যে বড় করবেন। তারপর লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। তবে কোথায় থাকবেন তা এখনও জানা যায়নি। সন্তানের সঙ্গে আপতত থাকবেন আনন্দ ও সোনম। তবে ছেলে বড় হওয়ার পরই ফের নিজের কাজে ফিরবেন অনিল কন্যা।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র