রাত পোহালেই সড়ক ২-এর ট্রেলার লঞ্চ, লুক পোস্টার মুক্তি পেতেই আবারও বয়কটের ডাক

Published : Aug 10, 2020, 03:13 PM ISTUpdated : Aug 10, 2020, 03:21 PM IST
রাত পোহালেই সড়ক ২-এর ট্রেলার লঞ্চ, লুক পোস্টার মুক্তি পেতেই আবারও বয়কটের ডাক

সংক্ষিপ্ত

রাত পোহালেই মুক্তি পাবে সড়ক ২ ট্রেলার খবর প্রকাশ্যে আসতেই ট্রোলের মুখে স্টারকিড আরও একবার ট্রোলে ভরল নেটদুনিয়া ছব ঘিরে বাড়ছে ধোঁয়াশা

মহেশ ভাটের ছবি সড়ক ২, ২০১৯ থেকেই এই ছবি ট্রেন্ড হচ্ছে নেট দুনিয়ায়। কদিন আগেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার। এবার সামনে এলো ছবির লুক পোস্টার। তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই আবারও ট্রোলের শিকার মহেশ কন্যা। নেপোটিজম ও স্বজনপোষণ নিয়ে একের পর এক আক্রমণের শিকার হতে হয় আদিত্য রায় কাপুরকে ও আলিয়া ভাটকে। রাত পোহালেই মুক্তি পাবে ট্রেলার। এরই মাঝে আবারও সোশ্যাল মিডিয়ায় উঠল বয়কটের ডাক। 

আরও পড়ুনঃ সমুদ্র সৈকতে বিলাস বহুল ফ্ল্যাট, প্রাক্তন স্ত্রীকে নিয়েই কাটছে হৃত্বিকের লকডাউন, দেখুন ছবি

 

সোশ্যাল মিডিয়ায় সোমবার দুপুরেই এলো খবর। পাশাপাশি এদিন সামনে আসে ছবিতে তিন তারকার প্রথম লুকও, আলিয়া সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর। যদিও সঞ্জয় দত্তকে কেউ ট্রোলের তালিকাতে রাখলেন না এদিন। 

 

বিগ বাজেটের ছবির প্রস্তাব হাতে পাওয়ার পরই ভাগ্য ফেরার কথা ভেবেছিলেন আদিত্য রায় কাপুর। কিন্তু বর্তমানে সেই ছবি ট্রোলের শিকার। একাধিক পোস্টে সোমবার ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। আবারও উঠল বয়কটের ডাক।

 

 

ছবির সঙ্গে জড়িত তিন নামেই মূল সমস্যা নেটজেনদের। আদিত্য রায় কাপুর স্বজন পোষণের জন্যে, আলিয়া ভাট স্টারকিড ও মহেশ ভাটের নাম জড়িয়ে সুশান্তের সঙ্গে, ফলে ক্ষোভে ফুঁসছে নেট মহল। ছবির মুক্তি চলতি মাসের ২৮ তারিখে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?