স্টান্ট করতে গিয়ে মাথায় বন্দুক, জন্মদিনের আগেই আহত নোরা

Published : Feb 06, 2020, 06:23 PM IST
স্টান্ট করতে গিয়ে মাথায় বন্দুক, জন্মদিনের আগেই আহত নোরা

সংক্ষিপ্ত

জন্মদিনের আগেই আহত নোরা মাথায় চোট পেলেন শ্যুটিং সেটে খানিক বিরতি নিয়েই কাজে ফিরলেন চলছে ভূজ ছবির শ্যুটিং

বর্তমানে অভিনেতা অভিনেত্রীরা একাই একশো। নাচ থেকে শুরু করে স্টান্ট, পারদর্শিতার তালিকা থেকে বাদ পরে না কিছুই। বলিউডে তেমনই এক উঠতি তারকা হলেন নোরা ফাতেহি। অভিনয় জগতে সবে মাত্র পায়ের তলার মাটি শপক্ত করতে শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই নাচের মাধ্যমে সকলের মন জয় করেছেন নোরা। 

আরও পড়ুনঃ 'কাজ করে মিলত না টাকা', কীভাবে কেরিয়ার শুরু হয় নোরার

তবে এবার চমক দিয়ে চেয়েছিলেন স্টান্ট করে। শ্যুটিং চলছে নোরার আগামী ছবি ভূজ-এর। সেখানেই একটি স্টান্টের দৃশ্য করতে গিয়ে আহত হন নোরা ফাতেহি। এক সহ শিল্পী বন্দুকটি ছুঁরে দিতে যান নোরাকে। তা মাথায় লেগে মুহূর্তে মাথা ফেটে রক্ত বন্যা। এরপর খানিক বিরতি। প্রাথমিক চিকিৎসা করার পরই আবারও সেটে ফিরলেন নোরা। 

নোরার জন্য যেন শুটিং না বন্ধ হয়। কেরিয়ারের শুরুতেই কোনও রকম আপস করতে নারাজ তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। বর্তমানে মহাসমারহে চলছে নোরার ছবি স্ট্রিটডান্সার থ্রিডি। ছবিতে বেশ খানিকটা পাঠও রয়েছে নোরার। বর্তমানে নোরা কেবল আইটেম ডান্সার নন, পাশাপাশি অভিনয়ের কাজও করছেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?