ফার্স্ট লুকেই বাজিমাত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র টিজার, মুম্বইয়ের মাফিয়া কুইন এবার আলিয়া

  • বনশালির জন্মদিনের দিন মুক্তি পেল গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির পোস্টার
  • আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি
  • ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে
  • বড় লাল টিপ, চোখে মোটা কাজল অন্য বেশে ধরা দিয়েছেন আলিয়া

অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অবশেষে পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্মদিনের দিন মুক্তি পেল বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছেন আলিয়া ভাট। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-সত্যিই কি 'খুন' হয়েছিলেন শ্রীদেবী, রহস্য মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা গোটা বিশ্ব তথা বি-টাউনে...

Latest Videos

 

 

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়। 

 

 

মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ছবি মুক্তির দিনও জানিয়েছেন আলিয়া ভাট। এস হুসেন জাইদির লেখা বই মাফিয়া কুইনস অফ মুম্বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে। সাধারণ কিশোরীর নির্মম গণিকালয়ের মালকিন হয়ে ওঠার জার্নি ফুটে উঠবে এই ছবিতে। আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অজয় দেবগণ। ২০২০ সালের শেষের থেকেই ছবি মুক্তি নিয়ে জল্পনা চলছিল। করোনার জেরেই আটকে গেছিল ছবির মুক্তি। আপাতত ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে  আলিয়া-বনশালি জুটির প্রথম জুটি।

Share this article
click me!

Latest Videos

Saif Ali Khan-কে দেখতে এলেন Sanjay Dutt, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
রাক্ষুসে আগুনে এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলস, প্রায় ৪০ হাজার জমি নষ্ট | LA Wildfires 2025 | World News
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি
স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পাল্টা দিলেন Sukanta Majumdar! দেখুন সরাসরি