শরীরচর্চায় ব্যস্ত সলমন! হঠাৎ প্রিয় পোষ্য এসে কী কাণ্ড ঘটালেন, দেখুন ভিডিও

  • সলমন খানের বয়স এখন ৫৩
  • কিন্তু পর্দায় যেভাবে নায়িকাদের সঙ্গে রোম্যান্স করেন বা খলনায়ক পেটান, তাতে তাঁর বয়স বোঝা দায়
  • কিন্তু এই বয়সেও এমন সুঠাম চেহারার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম
swaralipi dasgupta | Published : Jun 19, 2019 4:32 PM

সলমন খানের বয়স এখন ৫৩। কিন্তু পর্দায় যেভাবে নায়িকাদের সঙ্গে রোম্যান্স করেন বা খলনায়ক পেটান, তাতে তাঁর বয়স বোঝা দায়। কিন্তু এই বয়সেও এমন সুঠাম চেহারার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। 

সম্প্রতি সলমন তাঁর ওয়ার্ক আউট সেশন থেকে  সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওয়ে দেখা যাচ্ছে সলমন লেগ স্ট্রেচিং করছেন। তিনি বলছেন, স্ট্রং ও ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছি।

Latest Videos

কিন্তু এই ওয়ার্কআউটের মধ্য়েই হঠাৎ এসে হাজির হয় সলমনের পোষ্য কুকুর। তখন তার উপরেই সমস্ত স্পটলাইট। সেই পোষ্য এতই মিষ্টি যে সলমন শরীরচর্চা ছেড়ে তাকে আদর করতে থাকেন। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।  

তবে নিঃসন্দেহে বলা যায়, সলমন খানের এই ভিডিও ফিটনেস নিয়ে যাঁরা ভাবিত তাঁদের অনুপ্রাণিত করবে। তবে যাঁরা পোষ্যপ্রেম করেন তাঁদের মধ্যেও সাড়া ফেলে এই ভিডিও। সলমন যে পোষ্যপ্রেমে বিশ্বাসী তা তাঁর ভক্তরা ভাল করেই জানেন। একবার তাঁর কুকুর বিগবসের ঘরেও এসেছিল। 

 

 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খানের ভারত। এই ছবিটি বক্স অফিসে ভাল কাজ করেছে। ছবিতে সলমনের বিপরীতে রয়েছে ক্যাটরিনা কাইফ ও দিশা পটানি। 
 

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী