নতুন লুকে হাজির সঞ্জয় দত্ত, জন্মদিনে ভক্তদের জন্য রইল নয়া চমক

Published : Jul 29, 2019, 02:10 PM ISTUpdated : Jul 29, 2019, 03:02 PM IST
নতুন লুকে হাজির সঞ্জয় দত্ত, জন্মদিনে ভক্তদের জন্য রইল নয়া চমক

সংক্ষিপ্ত

সোমবার সঞ্জয় দত্তর ষাটতম জন্মদিন প্রকাশ্যে এল সঞ্জয় দত্ত অভিনীত পরবর্তী ছবির খবর কেজিএফ চ্যাপটর টু-এর পোস্টার প্রকাশ্যে নতুন লুকে সঞ্জয় দত্ত

জন্মদিনের বড় চমক, নতুন লুকে হাজির সঞ্জয় দত্ত। সোমবার ষাটতম জন্মদিনে ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেল তাঁর নতুন লুক। প্রকাশ্যে এল সঞ্জয় দত্ত অভিনীত পরবর্তী ছবির খবরও। ২৯ জুলাই সঞ্জয় দত্তর জন্মদিনে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেওয়া হল তাঁর আগামী ছবির পোস্টার, সেখানেই নয়া লুকে দেখা গেল সঞ্জয়কে। তৈরি হতে চলেছে কেজিএফ চ্যাপটর টু। ছবির নির্মাতা সংস্থা থেকেই সোমবার প্রকাশ্যে আনা হয় এই পোস্টার।

 

 

দক্ষিণী ছবি কেজিএফ-এ এবার থাকছেন সঞ্জয় দত্ত। যেখানে মুখ্যভুমিকায় দেখা যাবে যশকে। শুরু হয়েছে ছবির কাজ। সেই ছবিরই পোস্টার থেকেই জানা যায় আধিরার চরিত্রে অভিনয় করছেন সঞ্জু। সোমবার সোশ্যাল মিডিয়াতে এই লুক প্রকাশ্যে আসার পরই ছবিকে ঘিরে তৈরি হয় জোড় জল্পনা। ছবির পোস্টার দেখা মাত্রই সঞ্জয়  দত্ত ধন্যবাদ জানিয়ে লিখলেন এই ছবির অংশ হতে পেরে তিনি খুশি। 

কেজিএফ চ্যাপটর ওয়ান ছবিটি ২০১৮ সালে বক্স অফিসে  বিস্তর সাড়া ফেলেছিল। মোটের ওপর এই ছবির সংগ্রহ ছিল ২৫০ কোটি টাকা। এবার পালা এই ছবির সিক্যুয়েলের। ফলেই ছবিকে নিয়ে ভক্তদের মধ্যে এখন জল্পনা তুঙ্গে। 

PREV
click me!

Recommended Stories

অনলাইনে বুকিং-র ঝড়, জেনে নিন ধুরন্ধর মুক্তির আগে কত টাকা আয় করল ছবিটি
Early Review: ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ধুরন্ধর, জেনে নিন কেন দেখবেন ছবিটি