
বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস মানেই পর্দায় যেন টানটান উত্তেজনা তৈরি হয়ে যায়। ফের নয়া চমক নিয়ে হাজির প্রভাস। সুপারহিট ছবি তানাজির পরিচালক ওম রাউত-এর সঙ্গে জুটি বাধঁলেন বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস। সম্প্রতি মুক্তি পেল প্রভাসের আপকামিং ছবি 'আদিপুরুষ'-এর ফার্স্ট লুক। প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-রেগে আগুন 'মাদার টু বি', এই জঘন্য কাজটির জন্য তৈমুরকে সহ্য করতে পারেন না করিনা...
বলি অভিনেতা অজয় দেবগণের তানাজি হিট নাম্বারের পর আবারও ধামাকা নিয়ে আসতে চলেছেন ওম রাউত, তা পোস্টারেই টের পাওয়া যাচ্ছে। থ্রি-ডি অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটি। যদিও প্রভাসের আপকামিং ছবি 'আদিপুরুষ' নিয়ে তেমন বিশেষ কিছু জানা যায়নি। দেখে নিন পোস্টারটি,
আরও পড়ুন-মালাইকার এই অভ্যেসই কি সমস্যার সৃষ্টি করেছিল খান পরিবারে, ফাঁস করেছিলেন বলি ফ্যাশনিস্তা...
তবে যতদূর বোঝা যাচ্ছে প্রভাস এই অ্যাকশন ছবিতে ভগবান রামচন্দ্রর ভূমিকায় অভইনয় করবেন। কারণ ছবির পোস্টারের ট্যাগলাইনও সেই কথাই বলছে। এছাড়াও টিজার পোস্টারেও প্রধান চরিত্রটি একটি ধনুক নিয়েই রয়েছে। এবং তার ঠিক পাশেই হনুমানের মতো একজন ক্যারেক্টারকেও দেখা গেছে, যিনি গদা হাতে নিয়ে রয়েছেন। পোস্টারের ঠিক নীচেই লক্ষ্য করলে দেখা যাবে রাবনের দশটি মাথা। ছবিটি কিসের উপর আধারিত তার একটু আভাস মিললেও পুরোপুরি সঠিক জানা যায়নি। তবে সত্যিই যদি রামায়ণ দ্বারা অনুপ্রাণিত হয় তাহলে আবার তা নয়া নজির গড়বে। ওম রাউতের এই মেগা প্রজেক্টে প্রভাস ছাড়া আর কে কে অভিনয় করবেন সেটা জানার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। প্রভাসের 'আদিপুরুষ' ছবিটি হিন্দি, তেলেগুতে মূলত শুটিং করা হবে। এবং তামিল কন্নড়, ও মালায়ালম এবং বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় ডাবিং করা হবে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। এবং তারও পরের বছর ২০২২ সালে মুক্তি পাবে থ্রি-ডি ছবি 'আদিপুরুষ'
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।