কেমন আছেন লতা মঙ্গেশকর! বাড়ি গিয়ে খোঁজ নিলেন রাষ্ট্রপতি

Published : Aug 18, 2019, 09:30 PM IST
কেমন আছেন লতা মঙ্গেশকর! বাড়ি গিয়ে খোঁজ নিলেন রাষ্ট্রপতি

সংক্ষিপ্ত

কেমন আছেন লতা মঙ্গেশকর, খোঁজ নিলেন রাষ্ট্রপতি সপরিবারেই তিনি পৌঁচ্ছে গেলেন লতা মঙ্গেশকরের বাড়িতে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন   

সুরের আকাশে আজও তিনি ধ্রুব তারা। কালজয়ী তাঁর গান, তিনি হলেন লতা মঙ্গেশকর। রবিবার তাঁরই কুশল সংবাদ নিতে হাজির হলেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর মুম্বইয়ের বাড়িতেই এখন আছেন গায়িকা। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাত করলেন রাষ্ট্রপতি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন লতা মঙ্গেশকর। 

 

 

রবিবার লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করার জন্য সপরিবারে হাজির হন রাষ্ট্রপতি। এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এদিন লতা মঙ্গেশকর লেখেন- আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দ এসেছিলেন তাঁর বাড়িতে। রাষ্ট্রপতির সঙ্গে লতা মঙ্গেশকরের বাড়িতে উপস্থিত হন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও ও তাঁর স্ত্রী বিনোদা রাও। তাঁদের সঙ্গে দেখা করে তিনি সন্মানিত বোধ করছেলন। 

 

 

অন্যদিকে একই সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানালেন খোদ রাষ্ট্রপতিও। তিনিও এদিন টুইট করে জানান -গর্ব বোধ করছি লতাজি-র সঙ্গে দেখা করে। তাঁর সুস্বাস্থ কামনা করি, তিনি আমাদের ভারতের গর্ব। তাঁর সুমিষ্ট কণ্ঠস্বরে আমাদের অনুপ্রাণিত করেছেন। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী