
গত বছর ডিসেম্বরের শুরুতেই বিয়ে করেন নিক জোন্স এবং প্রিয়াঙ্কা চোপরা। রাজকীয় ভাবে তারা বিয়ে করেন রাজস্তানের যোধপুরে, উমেধ ভবন প্যালেসে। আর এই বছরই তার প্রথম করবা চৌথ। সান দিয়েগোর পেচাঙ্গা অ্যারেনায় জোনাস ব্রাদার্সের কনসার্টে, প্রিয়াঙ্কা, তার স্বামী আর বন্ধুদের সঙ্গে করবা চৌথ পালন করেন। আর সেই খুশির মুহূর্তই প্রিয়াঙ্কা সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ইতিমধ্যেই লাইক প্রায় ৯০০০০০ ছুঁই ছুঁই।
ইনস্টাগ্রামে নিক তার প্রিয়াঙ্কাকে ভালোবাসা জানিয়েছেন, সঙ্গে সবাইকে করবা চৌথের শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন, প্রিয়াঙ্কা তাঁকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যর সব দিক গুলিই শিখিয়েছেন। করবা চৌথে, নিকের সঙ্গে ডিজাইনিং লাল শাড়ি সোফায় বসে প্রিয়াঙ্কা তাদের ভালবাসার মুহূর্ত শেয়ার করলেন তার সব ভক্তদের সঙ্গে। ভারতীয় ঐতিহ্য মেনে প্রিয়াঙ্কা দুই হাতে হেনা পরেছেন ,হিন্দু মতে সিঁদুর পরেছেন। কারণ তিনি জানান যে তিনি স্বামী নিকের জন্য উত্সবটি পালন করছেন। পরে তিনি রাতের একটি ছবি পোস্ট করেছিলেন, এতে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও সঙ্গে ছিল।
নিজের দেশ থেকে যত দুরেই থাকুক প্রিয়াঙ্কা, এখনও তিনি ভালবাসেন নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে। তাই তার প্রথম করবা চৌথ খুব সুন্দর ভাবেই উদযাপন করলেন প্রিয়াঙ্কা চোপরা। যাইহোক, বার বার এভাবেই ফিরে আসুক ভাল মুহূর্ত গুলি তার জীবনে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।