শ্বাসরোধ করে মেরে ফেলা হল জর্জ ফ্লয়েডকে, বর্ণবৈষম্য নিয়ে প্রতিবাদের ঝড় তুললেন প্রিয়াঙ্কা

  • দিনের আলোয় শ্বাসরোধ করে ফেলা হল এক জর্জ ফ্লয়েডকে
  • বর্ণবৈষম্যের কারণেই দিনের আলোয় এভাবে খুন করা হল আফ্রিকান-আমেরিকান ব্যক্তিকে
  • এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রিয়াঙ্কা চোপড়া
  • ক্ষোভে ফেটে পড়লেন সকল সেলেব্রিটিরা

Adrika Das | Published : May 30, 2020 3:27 PM IST / Updated: May 30 2020, 09:01 PM IST

দিনের আলোয় পুলিশের গাড়ির সামনে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে মেরে ফেলা হল। রাস্তার লোকজন কেবল ফ্যাল ফ্যাল করে তামাশা দেখল। রেকর্ডও করল সেই নৃশংস দৃশ্য। মিলিপলিসের এক পুলিশ অফিসার ডেরেক শভিনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনছে নেটিজেনরা। ভিডিওতে তাকে জর্জের গলার উপর হাঁটু গেড়ে চেপে বসেছিল। সেখান থেকেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় জর্জের। এমনটাই দেখা গিয়েছে ভিডিওতে। দিন পাঁচেক আগে ঘটনা এই ঘটনা নিয়ে এখন উত্তাল আমেরিকা। করোনা প্রকোপের মধ্যেই চারিদিকে শুরু হয়েছে প্রতিবাদ। আগুন জ্বালিয়ে, মিছিলই এখন প্রতিবাদের ভাষা।

আরও পড়ুনঃ'আমার অনিয়মের ঋতু, নিয়মের ঋতু', তাঁর অনুপস্থিতি আজও কুঁড়ে কুঁড়ে খায় প্রসেনজিৎকে

এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া। লম্বা একটি পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বর্ণবৈষম্যই ছিল এই দুর্ঘটনার পিছনে প্রধান কারণ। বর্ণবৈষম্যের নানা উদাহরণ, ঘটনা আগেও আমেরিকায় দেখতে পাওয়া গিয়েছে। এবারে যেন সমস্ত সীমা অতিক্রম করে গেল। মৃত্যুর ঠিক আগে জর্জের শেষ শব্দগুলি ছিল, 'আমি নিঃশ্বাস নিতে বারছি না।' এই শব্দগুলি যেন গায়ে কাঁটা দিচ্ছে সকলের। প্রিয়াঙ্কা নিজেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন ছোটবেলায়। ছোটবেলায় বেশ কিছুটা সময় বিদেশে কাটিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হন।

আরও পড়ুনঃহোমোফোবিয়া কতটা কেটেছে সমাজে, এলজিবিটির রামধনুতে ভেসে ঋতু আজ বিরাজমান

 

এমনকি বলিউডেও তাঁকে বর্ণবৈষম্যযুক্ত মন্তব্য সহ্য করতে হয়। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লেখেন, "এই ঘৃণাকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। আর কতদিন এভাবে অশিক্ষা বাড়তে থাকবে। বর্ণবৈষম্যের কারণে কারও মৃত্যু হওয়া উচিত নয়। কারও মৃত্যু এই কারণে কাম্য নয়। আমেরিকার মধ্যে বর্ণবৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।" প্রিয়াঙ্কার পাশাপাশি পপ গায়িকা বিয়ন্সে, কার্ডি বি, জাস্টিন বিবার, রিহানা, বলিউডের প্রাক্তন অভিনেত্রী লিজা রে সহ অসংখ্য তারকারা এই নৃশংস অপরাধের বিরুদ্ধে স্বর তুলেছেন।  

Share this article
click me!