'বাবাই দা' ও 'মিহুল'-এর প্রেম কাহিনি, শ্যুটিং-ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী

Published : Jun 29, 2019, 01:11 PM ISTUpdated : Jun 29, 2019, 02:23 PM IST
'বাবাই দা' ও 'মিহুল'-এর প্রেম কাহিনি, শ্যুটিং-ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী

সংক্ষিপ্ত

পরিণীতা ছবির সেট থেকে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী চলছে ছবির শেষ অংশের কাজ অগাস্ট মাসেই মুক্তি পাবে এই ছবি প্রকাশ্যে এল ছবিতে ঋত্বিক-শুভশ্রী রসায়ন

পুরোদমে চলছে রাজ চক্রবর্তীর আগামী ছবির শ্যুটিং। সেই দিকেই নজর দিয়ে এখন দর্শক মহল। বিয়ের পর পর্দায় ফিরছে রাজ-শুভ সমীকরণ। ছবির নাম 'পরিণীতা'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম মোশান পোস্টার। সঙ্গে প্রকাশ্যে এসেছিল ছবির অভিনেতা-অভিনেত্রীর প্রথম লুকও। 

প্রথম পোস্টারে নজর কেড়েছিল সিঁদুরে রাঙা শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীর ছবি। অন্যদিকে পরবর্তী পোস্টারে সেই গুরুগম্ভীরভাবকে ভেঙে দিয়ে কেবলই হালকা ছলে খুনসুটির ছবি তুলে ধরেছিলেন পরিচালক। এবার সেই ছবিরই অপর লুক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন রাজ চক্রবর্তী। যেখানে আবারও নিখাদ প্রেমের রসায়নই ধরা দিল ছবিতে। 

ছবির কাজ প্রায় শেষ মুখে। অগাস্ট মাসেই মুক্তি পাবে 'পরিণীতা'। তবে অনেকেই এই গল্প বিখ্যাত উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলছেন, তাদের উদ্দেশে পরিচালক বারংবার জানালেন, এই গল্পটি সোশ্যাল মিডিয়ায় থেকে অনুপ্রাণিত। যেখানে একটি সুন্দর সম্পর্কের স্বাদ পাবে দর্শকেরা। ইদানিং অনেকেই খুব সুন্দর গল্প লেখেন সোশ্যাল মিডিয়ায়, যাতে সহজ সরল ভাষায় খুব যত্নের সঙ্গে সম্পর্কের কথা বলা থাকে। এবার তেমনই এক গল্প তুলে ধরতে চলেছেন রাজ। এই ছবিকে ঘিরে এখন বেজায় ব্যস্ত টলিউডের এই দম্পতি। খুলে ফেলেছেন একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলও। ছবির সব খবর মিলছে সেখানে, জানিয়েছেেন রাজ । 'পরিণীতা' ছবিরই এক ঝলক স্বাদ পাওয়া গেল পরিচালকের শেয়ার করা এই ছবিতে। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে