অবস্থা আরও সঙ্কটজনক, ফের কি সকলের মুখে হাসি ফোটাতে পারবে রাজু, দেশজুড়ে প্রার্থনা

যত সময় এগোচ্ছে ততই যেন পরিস্থিতি বিগড়োচ্ছে। এখনও সঙ্কট কাটেনি। কমেডিয়ানের এহেন পরিণতিতে গোটা দেশজুড়ে সকলেই প্রার্থনা করছে। আবার কি সকলের মুখে হাসি ফোটাতে পারবে, তারই অপেক্ষায় সকলে। কোনওরকমের সাড়া দিচ্ছেন না রাজু শ্রীবাস্তব ।

Riya Das | Published : Aug 20, 2022 4:35 AM IST

যত সময় এগোচ্ছে ততই যেন পরিস্থিতি বিগড়োচ্ছে। এখনও সঙ্কট কাটেনি। কমেডিয়ানের এহেন পরিণতিতে গোটা দেশজুড়ে সকলেই প্রার্থনা করছে। আবার কি সকলের মুখে হাসি ফোটাতে পারবে, তারই অপেক্ষায় সকলে। কোনওরকমের সাড়া দিচ্ছেন না রাজু শ্রীবাস্তব । শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রাজুর পরিস্থিতি খুবই খারাপ। আগের তুলনায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এই মুহূর্তে আইসিইউ-তে  লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা। রাজুর ভাইপো জানিয়েছেন, মিরাকেলের দিকেই তাকিয়ে রয়েছি। এছাড়াও রাজুর সহকর্মী সুনীল পাল জানিয়েছেন, সবাই রাজু ভাইয়ের জন্য প্রার্থনা করুন, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজুর ঘনিষ্ঠ অজিত প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছেন রাজুর মস্তিষ্ক কাজ করছে না, প্রায় ব্রেন ডেথ। হৃদযন্ত্রেও সমস্যাও রয়েছে। সকলেই প্রার্থনা করুন।


চিকিৎসকদের আশার আলো ক্রমশ কমছে। ভালো নেই রাজু শ্রীবাস্তব। ফের পরিস্থিতি বদলে গেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল লাইফ সাপোর্টে থাকা রাজু সামান্য সাড়া দিচ্ছেন চিকিৎসায়। তবে ফের সঙ্কটজনক পরিস্থিতি। এখনও ফেরেনি জ্ঞান। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। মাঝে জানা গিয়েছিল, আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। ধীরে ধীরে নাকি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেতা। তবে বুধবার রাত থেকেই রাজুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে।  রক্তচাপ একেবারে নেমে যায়। 
এই মুহূর্তে  দিল্লির এইমস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন রাজু । কিছুক্ষণ আগেও রাজুর শারীরিক অবস্থা নিয়ে এইমসে মিটিং করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজুকে সুস্থ করার।  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজুর পরিবারের সঙ্গে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনও রকম ভুয়ো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে সকলকে। ভক্তদের মধ্যে অভিনেতাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

 

 

রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। অভিনেতার শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন  খারাপ সকল ভক্তদের। জিমে গিয়েই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু।  ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।

Read more Articles on
Share this article
click me!