'সুশান্ত ফের আমার কোল থেকে জন্ম নেবে', রাখির ভিডিওতে নিন্দার ঝড়

Published : Jun 22, 2020, 11:53 PM IST
'সুশান্ত ফের আমার কোল থেকে জন্ম নেবে', রাখির ভিডিওতে নিন্দার ঝড়

সংক্ষিপ্ত

রাখি সাওয়ান্তের কোল থেকেই ফের জন্ম নেবেন সুশান্ত সিং রাজপুত নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে দাবি রাখির বদলা নিতে চায় সুশান্ত, এমনটাই নাকি স্বপ্নে দেখেছেন তিনি রাখির ভিডিওতে সাইবারবাসীর মিশ্র প্রতিক্রিয়া

সম্প্রতি স্বপ্ন দেখেছেন রাখি সাওয়ান্ত। সেই স্বপ্নে নাকি এসেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁকে নাকি স্বপ্নে দেখা দিয়ে সুশান্ত বলেছেন, ফের জন্ম নেবেন তিনি। রাখির কোল থেকেই জন্ম হবে তাঁর। এই ইন্ডাস্ট্রির দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। এবং নিজের পুরনো বদলাও নেবেন। রাখির এই ভিডিওতে মানুষ কাঁদবে না হাসবে নাকি ক্ষোভ উগরে দেবে তা ভেবে পাচ্ছে না নেটিজেনরা। 

যেমনই পরিস্থিতি হোক না কেন, রাখি নিজেকে লাইমলাইটে রাখার কোনও সুযোগ ছাড়েন না। বহুদিন ধরেই তিনি একেবারেই খবরে নেই। তাঁর অদ্ভুত নানা ধরণের আচরণের কারণেই তাঁকে নেটিজেনরাও হাসির খোরাক হিসেবেই দেখে। তবে তাঁর সদ্য পোস্ট করা ভিডিওতে তাঁকে নিয়ে চলছে নিন্দার ঝড়। 

 

 

রাখি কেবল সুশান্তের পুনর্জন্ম নিয়েই বললেনি, তাঁর কথায়, "সুশান্ত আমায় বলেছে, ওঁর প্রতিটি অসম্পূর্ণ ছবিতে যেন রাখি সাওয়ান্ত এবং সানি লিওনির আইটেম নম্বর থাকে।" এ কথায় রাখিকে নেটিজেনরা মিলে ট্রোল করে কমেন্ট সেকশনে জানিয়েছে, "দয়া করে এই সময় নিজের চিপ পাব্লিসিটি বন্ধ করো রাখি। একজন আর পৃথিবীতে নেই। তাঁর প্রতি অন্তত ন্যূনতম সম্মান রাখো। এই ধরণের ভিডিও পোস্ট করা বন্ধ করো। আর এত মিথ্যে বলে তুমি কী পাবে। কেউ তোমায় এই সময় পাত্তা দেবে না।"  

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে