
নিত্যদিনই কোনও না কোনও খারাপ খবরে ভরছে সংবাদ শিরোনাম। ফের বলিউডে শোকের ছায়া। চলে গেলেন রণবীর কাপুরের লুক আলাইক জুনেইদ শাহ। কয়েক বছর আগেই রণবীর কাপুরের হামশকল হিসাবে জনপ্রিয় হয়েছিলেন জুনেইদ। সম্প্রতি মুম্বই থেকে শ্রীনগরে ফিরেছিলেন অসুস্থ বাবার দেখভালের জন্য। বাবার শুশ্রুষা করতে গিয়ে নিজেই চলেছে গেলেন জুনেইদ।
তাঁর দীর্ঘ দিনের প্রতিবেশী নিসার আহমেদ জুনেইদের মৃত্যুর খবর টুইটারে জানান। টুইটে লেখেন, জুনেইদের হৃদযন্ত্র বিকল হতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮। মুম্বইয়ে মডেলিং করতেন জুনেইদ। সেই সময় সময় থেকেই রণবীরের লুক আলাইক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি।
আরও পড়ুনঃ'রানী রাসমণী'র শ্যুটিং সামলেও উচ্চমাধ্যমিকে দিতিপ্রিয়ার দারুণ ফল, শুভেচ্ছায় ভরছে নেটদুনিয়া
রণবীরের সঙ্গে তাঁর চেহারায় অদ্ভুত মিল এড়িয়ে যেতে পারেননি প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। মডেলিংয়ের সূত্রেই তাঁর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চুলের স্টাইল থেকে শুরু করে হাসি, চোখ, নাক সব কিছুই রণবীরের মত। কোনও পার্থক্যই নেই তাঁদের চেহারায়। এমনকি জানা যায়, জুনেইদের উচ্চতাও ছিল নাকি রণবীরেরই মত। ইতিমধ্যেই শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছে নেটিজেনরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।