দীপিকা নয়, তবে হাঁটু মুড়ে বসে কাকে গোলাপ দিলেন রণবীর

Published : Aug 06, 2019, 05:16 PM ISTUpdated : Aug 06, 2019, 05:20 PM IST
দীপিকা নয়, তবে হাঁটু মুড়ে বসে কাকে গোলাপ দিলেন রণবীর

সংক্ষিপ্ত

তিনি মোটেই দীপিকা নন লন্ডনের রাস্তায় জন সমক্ষে ঘটেছে ঘটনাটি নিরাপত্তারক্ষীদের সমস্ত ঘেরাটোপ পেরিয়ে গিয়ে একজনের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তিনি এই ঘটনার ভিডিওটি  সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ঘটনাটি ঘটেছে প্রকাশ্যে রাস্তায়। নিরাপত্তারক্ষীদের সমস্ত ঘেরাটোপ পেরিয়ে গিয়ে একজনের হাতে গোলাপ ফুল তুলে দিলেন দীপিকার বর। না, তিনি মোটেই দীপিকা নন। লন্ডনের রাস্তায় জন সমক্ষে ঘটেছে ঘটনাটি। তবে কে সেই সৌভাগ্যবতী! এই ঘটনার ভিডিওটি  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে।
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে এক ছবি। আর তার শুটিংয়ের জন্যই সম্প্রতি লন্ডনে আছেন রণবীর সিং। আর সেই কাজের ফাঁকেই নিজের ভক্তদের জন্য কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন তিনি। আর সেই ভিড়েই রণবীরের জন্য গোলাপ হাতে হুইলচেয়ারে বসে অপেক্ষায় ছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তিনি। তখনই রণবীরের চোখে পড়ে এই বৃদ্ধা ভক্তকে।
আর একটুও সময় নষ্ট করেননি জনপ্রিয় এই অভিনেতা। সোজা গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন বৃদ্ধার সামনে। তারপর হাতে থাকা গোলাপটি তুলে দেন ওই বৃদ্ধার হাতে। আর তারপরেই দুহাত ভরে রণবীর-কে আশীর্বাদ করেন তিনি। দীপিকার বরের এই কীর্তিই আপাতত ভাইরাল নেট দুনিয়ায়। যা মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে