বৈবাহিক জীবনের আসল রূপটা কেমন, প্রকাশ্যে আনলেন রনবীর সিং

Published : Jun 12, 2019, 05:46 PM IST
বৈবাহিক জীবনের আসল রূপটা কেমন, প্রকাশ্যে আনলেন রনবীর সিং

সংক্ষিপ্ত

বিয়ের পর কেমন আছেন রনবীর প্রকাশ্যে আনলেন অন্দর মহলের খবর টিকটক শেয়ার করে সত্য কোন সত্যি সামনে আনলেন মজার ছলেই কটছে শ্যুটিং

সাত পাকে বাধা পড়ার পর থেকেই সকলের নজরে রয়েছেন বলিউডের হট জুটি রনবীর-দীপিকা। বিয়ের পর কেমন আছেন তারা, তার ছবি মাঝে মধ্যেই ধরা পড়ে ক্যামেরার ফ্রেমে। অনুষ্ঠান থেকে পরিচালনা এখন প্রায়ই একই সঙ্গে সব কাজ কাঁধে তুলে নিচ্ছেন এই দম্পতি। কিন্তু ঝাঁচকচকে এই সম্পর্কের পেছনের সমীকরণটা ঠিক কেমন, তারই এক ঝলক দেখা মিলল রনবীর সিং এর পোস্টে। নিজের প্রফাইলে এই দিন টিকটক পোস্ট করে মজার ছলে লিখলেন অভিনেতা- এটাই তার জীবনের গল্প। যেই টিকটক-এ দেখা গেল ব্যাট দিয়ে মারছেন দীপিকা পাড়ুকোন রনবীর সিং-কে। 
বিয়ের পর সংসারের রাশ থাকে গৃহিনীর হাতে, সেই পন্থার ব্যতিক্রম হল না সুপারস্টারের ক্ষেত্রে। রনবীরের জীবনের গল্পটাও অনেকটা একই রকম। টকটকে মজার ভিডিও শেয়ার করে এমনই মন্তব্য করলেন অভিনেতা। বর্তমানে এই জুটি এখন বেজায় ব্যস্ত ছবির ৮৩ ছবির শ্যুটিং নিয়ে। প্রত্যহ সেই ছবির শ্যুটিং ফ্লোর থেকেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন বলিউডের দুই তারকাই। চলছে পুরো দমে কাজ। ক্রিকেট বিশ্বকাপের মরশুমে কপিল দেব-এর বায়োপিক নিয়ে ব্যস্ত রনবীর-দীপিকা। ছপক ছবির কাজ মিটিয়েই রনবীরের সঙ্গে  যুক্ত হয়েছেন দীপিকা। এবার নিজেদেরই ব্যনারে ছবি তৈরি করছেন তারা। দীপিকাকে এই ছবিতে দেখা যাবে কপিলদেব-এর স্ত্রীর ভুমিকায়।

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে