এই রকমই একটা মেয়ে চাই, কোন ছবি দেখে নস্টালজিক হয়ে পড়লেন রণবীর

অনেক সময়ই রণবীরকে বলতে শোনা গিয়েছে যে তিনি নাকি একটা ফুটফুটে মিষ্টি মেয়ে চান, ঠিক তাঁর স্ত্রী দীপকার মত। দীপসের নাকি একটি সুন্দর মেয়েবেলা ছিল। আর সেই আদলেই নিজের মেয়েকে গড়তে চান তিনি। ব্যাঙ্গালোরে শ্বশুরবাড়ি গিয়ে ফের সেই কথা স্মরণ করলেন তিনি। সেই সঙ্গে ছোট্ট দীপিকার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রুপোলি পর্দায় খিলজি।

রুপোলি পর্দায় দীপবীর (Ranveer-Deepika) জুটি যেমন দর্শক দরবারে বিশেষভাবে জনপ্রিয়, ঠিক তেমনই রিয়েল লাইফেও এই তারকা দম্পত্তির মিষ্টি মধুর সম্পর্কের বিভিন্ন মুহুর্ত হয়ে হয়ে পেজ থ্রি-র মুচমুচে খবর। এছাড়াও বিভিন্ন সময় ক্যামেরার সামনেও একজন কেয়ারিং হাবির মতই আচরণ করেছেন বলিউডের গাল্লি বয় (Ranveer Singh)। এবার শ্বশুর বাড়ি গিয়েও স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর। অনেক সময়ই তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি নাকি একটা ফুটফুটে মিষ্টি মেয়ে চান, ঠিক তাঁর স্ত্রী দীপকার (Deepika Padukon) মত। দীপসের নাকি একটি সুন্দর মেয়েবেলা ছিল। আর সেই আদলেই নিজের মেয়েকে গড়তে চান তিনি। ব্যাঙ্গালোরে শ্বশুরবাড়ি গিয়ে ফের সেই কথা স্মরণ করলেন তিনি। সেই সঙ্গে ছোট্ট দীপিকার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রুপোলি পর্দায় খিলজি। শুক্রবার স্বামী-স্ত্রী একসঙ্গে হাত ধরে মুম্বই থেকে ব্যাঙ্গালোরের (Bangaluru) জন্য উড়ে গিয়েছেন। 

ব্যাঙ্গালোরে শ্বশুরবাড়িতে একদিকে জামাই আদর খাচ্ছেন আর অন্যদিকে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা জাহির করছেন সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে। দীপিকার ছোটবেলার সাইকেলের ছবি থেকে শ্বশুরমশাই প্রকাশ পাডুকোনের ছোটবেলার খেলার ব্যাটমিনটন খেলার দৃশ্যের ছবি পোস্ট করেছেন রনবীর। সেই সঙ্গে খাদ্যরসিক রনবীর বাদাম মিল্ক, চিরোতি হালুর ছবিও ভক্তদের জন্য় নিজেদের ইন্সটাগ্রাম প্রোফআইলে শেয়ার করেছেন। সাইকেলের ওপর গোলাপি রঙের ফ্রকে বেবিগার্ল দীপিকার ছবিতে মজেছে দীপস ভক্তরা। তবে যারা চিতোরি হালু জিনিসটা কী সেটা জানেন না তাঁদের জন্য বলে রাখি, এটি কর্ণাটকের একটি ট্রাডিশনাল খাবার যেটা বাদাম মিল্ক দিয়ে খেতে হয়। জামাই আদরে সেখানের স্পেশাল আইটেম থাকবে না তা কী কখনও হয়...

Latest Videos

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ব্যাঙ্গালোরে শ্বশুরবাড়িতে জামাই আদর একেবারে জমে গিয়েছে। তবে জামাই আদর খাওয়ার পরই পেটের প্রচন্ড সমস্যায় ভুগছেন বলি সুপারস্টার রণবীর সিং। তবে হ্যাঁ, রণবীরের পেট খারাপের দায় কিন্তু মোটেই শ্বশুরবাড়ির নয়। কারন এই মুহুর্তে তিনি রয়েছেন নিউ ইয়র্কে। আর সেখান থেকে প্রায় প্রতি মুহুর্তের ছবি আপডেট করছেন রনবীর। শপিং থেকে খাওয়া দাওয়া আর কীভাবে নিউ ইয়র্কে এনজয় করছেন সব খবরই ভক্তদের দিচ্ছেন সিং সাব। সেখানের একটি রেস্তোরাতে ভিন্নস্বাদের রকমারি খাওয়ার ছবিও পোস্ট করে দেখিয়েছিলেন তিনি কতটা ফুড লাভার বা খাদ্যরসিক। কিন্তু তারপরই হায়...চরম পেট খারাপ...আসলে নিজের ডায়েট ছেড়ে হঠাৎ করে এই ধরনের খাবার জন্যই এই রকম হয়েছে বলে তিন মনে করছেন। নাকি নেটদুনিয়ায় ছবি পোস্টের পর কেও লোভ দিয়ে দিল....

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury