
ছেলে গ্রেফতার, রিয়াও সেই পথেই। আঁচ করে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তীর বাবা। জানিয়েছিলেন, ভারতে শুভেচ্ছা। সকলে তো এটাই চেয়েছিল। পাশাপাশি এও জানান তিনি, এক মধ্যবিত্ত পরিবারকে ভেঙেদিল সকলে। এখানেই বিপত্তি। মধ্যবূিত্ত পরিবার কথাটা এক কথায় মেনে নিতে নারাদজ নেট দুনিয়া। তাই রিয়ার বাবাকে সেই পাঠ পড়ালো নেটিজেনরা। কাকে বলে মধ্যবিত্ত পরিবার! যাঁদের বছরে ২ থেকে চারটে বিদেশ ভ্রমণ হয়!
আরও পড়ুনঃ বাড়ির প্ল্যানিং-এ ভুল, কঙ্গনার দরজায় নোটিশ বিএমসি-র, রইল অন্দরমহলের ছবি
সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় লেখেন- এই ধরনের মধ্যবিত্ত পরিবার দেখেছেন, যেখানে ২০ লাখ টাকার শপিং করা হয়, বছরে তিন চারটে বিদেশ ভ্রমণ হয়!
মুহূর্তে তা ট্রোল হতে থাকে নেটপাড়ায়। উঠে আসে একাধিক তথ্য, মধ্যবিত্তের নতুন সংজ্ঞা বুঝতে পারলাম, বলে লেখেন এক ব্যক্তি।
অপর এক ব্যক্তি লেখেন কোন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মাসে তিনবার গোয়া যায়! এমনই কমেন্টে ভরতে থাকে নেটপাড়া। রিয়ার বাবার মন্তব্য মুহূর্তে সকলের ব্যঙ্গে পরিণত হয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।