
মহারাষ্ট্রের বন্যার জেরে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গৃহহারা হয়ে প্রায় ৪ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন ক্যাম্পে। ভয়াবহ বন্যার জেরে ২০৩টি রাস্তায় চলাচল বেহাল হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনভিসের রিলিফ ক্যাম্পে ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন রীতেশ-জেনেলিয়া। দেবেন্দ্র ফদনভিস এদিন নিজেই টুইট করে এই খবর প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জেনেলিয়া ও রীতেশের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, রীতেশ ও জেনেলিয়াকে ধন্যবাদ মহারাষ্ট্র বন্যা দুর্গতদের জন্য ২৫ লক্ষ টাকা সাহায্য করার জন্য।
প্রসঙ্গত, সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্রে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও সেনা জওয়ানরা। পশ্চিম মহারাষ্ট্রের বেশির ভাগ অঞ্চলের অবস্থা ভয়াবহ। মহারাষ্ট্র ও কর্ণাটক মিলিয়ে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। ঘর হারিয়েছেন লক্ষ লঙ মানুষ। আরও মর্মান্তিক অবস্থা কেরলের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।