মহারাষ্ট্রের বন্যার জেরে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গৃহহারা হয়ে প্রায় ৪ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন ক্যাম্পে। ভয়াবহ বন্যার জেরে ২০৩টি রাস্তায় চলাচল বেহাল হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনভিসের রিলিফ ক্যাম্পে ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন রীতেশ-জেনেলিয়া। দেবেন্দ্র ফদনভিস এদিন নিজেই টুইট করে এই খবর প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জেনেলিয়া ও রীতেশের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, রীতেশ ও জেনেলিয়াকে ধন্যবাদ মহারাষ্ট্র বন্যা দুর্গতদের জন্য ২৫ লক্ষ টাকা সাহায্য করার জন্য।
প্রসঙ্গত, সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্রে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও সেনা জওয়ানরা। পশ্চিম মহারাষ্ট্রের বেশির ভাগ অঞ্চলের অবস্থা ভয়াবহ। মহারাষ্ট্র ও কর্ণাটক মিলিয়ে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। ঘর হারিয়েছেন লক্ষ লঙ মানুষ। আরও মর্মান্তিক অবস্থা কেরলের।