ঢালাও বাঙালি পদে বলিউডে শ্যুট রুক্মিণীর, এই মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Mar 03, 2021, 09:24 AM IST
ঢালাও বাঙালি পদে বলিউডে শ্যুট রুক্মিণীর, এই মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

বলিউড সফরে এখন রুক্মিণী পুরোদমে চলছে ছবির কাজ ঝড়ের বেগে ভাইরাল রুক্মিণীর লাঞ্চ ভিডিও বাঙালি পথ দেখি বিজয় খুশ তিনি

বেশ কয়েকদিন হল প্রকাশ্যে এসেছে রুক্মিণীর বলিউড সফরের খবর। বাংলা ছেলেদের বলি দুনিয়া পা রাখতে মাঝে মধ্যেই দেখা যায়। যার ফলে টলিউডের নতুন কিছু নয়। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছেন রুক্মিণী মৈত্র। টলিউডে পাশাপাশি বলিউডে এবার দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবির নাম সনক।

রুক্মিণী বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন বিদ্যুৎ জামাল। বলিউডের এই হটস্টার এর ভক্ত সিনে দুনিয়ায় নেহাতই কম নয়। প্রথম হাতে খড়িতেই টাক লাগালেন রুক্মিণী। বর্তমানে সেই ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। মুম্বাইতে চলছে পুরোদমে শুট এর কাজ। সিটি উপস্থিত বাঙালি অভিনেত্রী, সেই কথা মাথায় রেখেই চমক দিল সনক টিম। 

 

 

বাংলার বাইরে বাঙালি ফুড বাঙ্গালীদের যেন একটু বেশী আনন্দ দেয়। কলকাতার বুকে বসে যতই বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করুক না কেন ভোজন রসিক বাঙ্গালী কলকাতার বাইরে গিয়ে মাছ-ভাত তাই প্রথম খোঁজেন। একটা চিঠি পাতে পড়ে তবে তো কথাই নয়। এমনই আনন্দে আত্মহারা এবার রুক্মিণী। ছবির শুটিং সেটে ঢালাও বাফেতে ধরা দিলো একের পর এক বাঙালি পদ। যা দেখে নিজেকে সামলাতে না পেরে ভিডিও করে বসলেন তিনি। শেয়ার করে নিলেন ভক্ত মহলের সঙ্গে।

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে