নিজেদের বয়সকে টেক্কা দিয়ে দাদি বন্দুকবাজের ভুমিকায় তাপসী-ভূমি

  • কৃত্রিম মেকাপে ৫০ বছর এগিয়ে
  • দাদি-র ভূমিকায় তাপসী-ভূমি

চলতি বছর দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে তুষার হিরানন্দানি পরিচালিত ছবি সণ্ড কি আঁখ। সেই ছবিরই প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তাপসী পান্নু। যেখানে দুই বৃদ্ধা বন্দুকবাজের ভূমিকায় দেখা যায় তাপসী পান্নু ও ভূমি পেদনেকরকে। পর্দায় পসথেটিক(কৃত্রিম) মেকাপের জেড়ে দুই তারকাকে বেজায় চেনা দায়। বয়সের ছাপে চাপা পরেছে তারুণ্য।

অনুরাগ কাশ্যপ ও নিধি পারমার প্রযোজিত সণ্ড কি আঁখ ছবিতে পরিচালক তুলে ধরেছেন এক ভিন্ন ধাচের গল্প। যেখানে দুই বৃদ্ধা প্রকাশী তোমার (৮৭) ও তার ননদ চান্দ্র তোমার (৮২) পঞ্চাশ বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। অব্যর্থ তাদের হাতের নিশানার জোড়ে চিরাচরিত বেরা জ্বাল ভেঙে বেড়িয়ে আসার গল্প পর্দায় তুলেধরতে চলেছেন পরিচালক।

Latest Videos

পোস্টারে প্রকাশ্যে আসে দুই অভিনেত্রীর প্রথম লুক। যেখানে বন্দুক হাতে নিয়ে নিজেদের লক্ষ স্থির রাখায় প্রতিজ্ঞাবদ্ধ দুই চরিত্রকে পাশাপাশি দেখা যায়। চরিত্রের পেছনের পটভূমি গল্পের প্রেক্ষাপট সম্পর্কে দর্শকদের ক্ষানিক আভাস দিতে সক্ষম। তাদের শরীরে বার্ধক্যের ছাপ পরেছে, কিন্তু তাদের মন এখনও সতেজ-এমনই ছবির ট্যাগ লাইনকে উল্লেখ করে তাপসী সকলের সঙ্গে শেয়ার করেছিলেন ছবির পোস্টার।

ছবির অপর অভিনেত্রী ভূমি, ছবির কথা উল্লেখ করে বলেন, চরিত্র দুটির মধ্যে আনন্দ আছে, ভালোবাসা আছে। তারা হলেন ভারতীয় বৃদ্ধা (দাদি) বন্দুকবাজ। এই সফরে অংশ নিতে পেরে আমি গর্বিত।

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী