আমার থেকেও ওকে দেখতে ভালো! কার প্রসঙ্গে একথা বললেন সইফ

  • সইফ আলি খানের একমাত্র ছেলে তৈমুর আলি খান ইতিমধ্য়েই সেলেব তকমা পেয়ে গিয়েছে
  • খ্যাতির মানে বোঝার আগেই সে খুদে স্টার
  • আর এক ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে  সেভাবে আলোচনা হয় না বললেই চলে
  • এবার ছেলের ভবিষ্য়ৎ নিয়ে সংবাদমাধ্য়মের কাছে মুখ খুললেন সইফ
     
swaralipi dasgupta | Published : Jul 22, 2019 7:37 AM IST / Updated: Jul 22 2019, 02:19 PM IST

সইফ আলি খান ও করিনা কাপুরের একমাত্র ছেলে তৈমুর আলি খান ইতিমধ্য়েই সেলেব তকমা পেয়ে গিয়েছে। খ্যাতির মানে বোঝার আগেই সে খুদে স্টার। কিন্তু সইফ আলি খানের আর এক ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে  সেভাবে আলোচনা হয় না বললেই চলে। এবার ছেলের ভবিষ্য়ৎ নিয়ে সংবাদমাধ্য়মের কাছে মুখ খুললেন সইফ। 

সইফের বড় মেয়ে সারা আলি খান ইতিমধ্য়েই চলচ্চিত্র জগতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তৈমুরের বড় হতেও অনেকটা দেরী। সে জায়গায় ইব্রাহিমকে নিয়ে চিন্তা ভাবনা করছেন সইফ। 

Latest Videos

ইব্রাহিমও কি অভিনয় দুনিয়াতেই আসবে এই প্রশ্ন করতেই, সইফ বলেন, ওর অভিনয় করা উচিত। ওকে দেখতে সুন্দর। বলা ভাল, ও আমার থেকেও দেখতে ভাল। ও খুবই হাসিখুশিও। আমি ভাবি আমার সব ছেলে মেয়েরাই অভিনয়ে আগ্রহী হবে। আমাদের পরিবারে অভিনয় রয়েছে। তাই আমি ইব্রাহিমকে নিয়েও নিশ্চিত। যদিও ও এখনও অনেক ছোট। ও ওর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করুক। তার পরে ও যা করতে চাইেব আমরা পাশে থাকব। 

প্রসঙ্গত, সইফ নিজেকে আর বড় পর্দায় আবদ্ধ রাখেননি। এখন তিনি ওয়েব দুনিয়াতেও জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত সেক্রেড গেমস নেটিজেনদের মধ্য়ে ব্যাপক সাড়া ফেলে। খুব শীঘ্রই মুক্তি পাবে এর দ্বিতীয় সিজন। 
 

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি