পিকনিক মুডে সলমন, হাঁড়ি-খুন্তি নিয়ে কষিয়ে রান্নায় ব্যস্ত ভাইজান, ভাইরাল ভিডিও

Published : Jan 17, 2021, 08:28 AM IST
পিকনিক মুডে সলমন, হাঁড়ি-খুন্তি নিয়ে কষিয়ে রান্নায় ব্যস্ত ভাইজান, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

শীতের মেজাজে পিকনিক পার্টি  উনুনে আঁচ দিয়ে বসে গেল হাঁড়ি  রান্নার প্রস্তুতিতে ভাইজান খুন্তি হাতে পাক্কা রাঁধুনি সলমন 

শীতের মেজাজে এখন সকলেই পারিবারক হোক বা বন্ধুদের সঙ্গে পিকনিকের মেজাজে গা ভাসিয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি সসমন খানও। রীতিমত পিকনিকের আয়োজন করে ভাইরাল হয়ে উঠলেন ভাইজান। যা স্পষ্ট ধরা পড়ল ভিডিওতে। সলমন খানের ভক্তদের তা চোখে পড়তেই হয়ে উঠল ভাইরাল। এ যেন এক অন্য মেজাজে সলমন। কমেন্ট বক্সে সিম্পল সলমনের সংজ্ঞায় ঝড়। 

আরও পড়ুন- গৌরী থাকতেও সারোগেসি কেন, আব্রামের জন্ম নিয়ে বিতর্কের মুখে কিং খান, কারণ খোলসা করেছিলেন নিজেই

সলমনের পরনে ট্র্যাক, সঙ্গে কালো টি। সামনে দাউ দাউ করে জ্বলছে কৃত্রিম উনুন। তাতেই বসানো রয়েছে হাঁড়ি। পাশ থেকে একজন সহযোগী এসে সলমনের হাতে তুলে দিলেন পেস্ট। সলমন রীতিমত পাক্কা রাঁধুনির স্টাইলে পেস্টটা কড়াইতে ঢেলে দিলেন। এরপর রান্না শুরু করেন। দাঁর খুন্তি ধরার কায়দাতেই স্পষ্ট যে মাঝে মধ্যেই সলমন বাগিয়ে রান্না করে থাকেন। বাড়ির হেঁসেলে নাই হোক। 

 

 

এই ভিডিওতে সলমনকে দেখা মাত্রই মুগ্ধ ভক্তমহল। সলমনের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগে না খুব একটা বেশি, তাই এবারও ব্যাতিক্রম হল না। ভাইজানের ভক্তরাই আবারও সকলের নজরের সামনে আনলেন সলমনকে। ২০২১ সালেে একাধিক ছবির মুক্তি, পাশাপাশি চলছে বিগবসের শ্যুট। তারই মাঝে খানিক অবসের অন্য মেজাজে সলমন, মন কাড়লেন সকলের। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল