বাড়িতেই ক্যাটের জন্মদিন পালন, শুভেচ্ছা জানিয়ে ট্রোলের মুখে ভাইজান

  • বাড়িতেই কাটল ক্যাটের ৩৭ তম জন্মদিন
  • ঘরোয়া সেলিব্রেশনের ছবিও করলেন পোস্ট
  • এদিন শুভেচ্ছা বার্তা পাঠালেন সলমন খান
  • মুহূর্তে ট্রোলের শিকার ভাইজান

বৃহস্পতিবার ক্যাটরিনার ৩৭ তম জন্মদিন ছিল। তবে চলতি বছর থাকল না তেমন কোনও জন্মদিন সেলিব্রেশনে পার্টি। রাজকিয় ব্যাপার নয়, ঘরোয়া ভাবেই জন্মদিনে সেলিব্রেশনে মাতলেন ক্যাট। বাড়িতেই কেক কেটে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান বলিউড ডিভা। ভক্তদের জন্য সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অভিনেত্রী। সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদও জানান তিনি। 

 

Latest Videos

 

আরও পড়ুনঃ 'আন্টি' বলে তোপ করিনাকে, গ্লুকোজ-খাবার দেওয়ার পরামর্শ দিলেন নেটিজেনরা

ক্যাটের জন্মদিন আর সলমন শুভেচ্ছা জানাবেন না তা কি হয়! অগত্যা হতাশ না করেই সলমনও সোশ্যাল মিডিয়ার পাতায় ক্যাটরিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে পড়া মাত্রই তোপের শিকার হন ভাইজান। ট্রোল করে কয়েকজন লেখেন বুড়ো লোক ও যুবতী মেয়ে...। যদিও এই ধরনের মন্তব্যে কখনই তোয়াক্কা করেন না সলমন খান। 

 

 

আলিয়ার সঙ্গে যখন তাঁর সঞ্জয়লীলা বনশালির ছবিতে জুটি বাঁধার কথা ছিল, তখনও একইভাবে তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছিল। সলমন খান বরাবরই ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে এসেছেন। তাই এবারও ব্যতিক্রম হল না। যদিও ক্যাটরিনার কাছে সলমন খানের শুভেচ্ছা খানিক স্পেশাল বটেই। তাঁর বলিউডে আশা থেকে শুরু করে গাইড, সব ভূমিকাতেই সলমন খান নিজের একশো শতাংশ ঢেলে দিয়েছেন। 

Share this article
click me!

Latest Videos

১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল Khadaan, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন Dev
গঙ্গাসাগরে যাতায়াত আরও হবে সহজ, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র
এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র! উধাও চাল ডাল তেল এমনকি পাম্পও! | Nadia News Today
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed