বক্স অফিস কাঁপাচ্ছে ভারত, চার দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ

Published : Jun 09, 2019, 03:17 AM IST
বক্স অফিস কাঁপাচ্ছে ভারত, চার দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ

সংক্ষিপ্ত

চারদিনেই তাক লাগানো বক্স অফিস ফলাফল ইদের মুক্তিতে ভাইজানের কামাল,  তরতরিয়ে বাড়ছে বক্স অফিসের অঙ্ক চার দিনেই একশো কোটির ক্লাবে ভারত

ইদের মুক্তিতে একাই একশো। বক্স অফিসের উপচে পড়া সাফল্যে বেজায় খুশি সলমন খান। ২০১৯ ইদে মুক্তি প্রাপ্ত ছবি ভারত সাড়া ফেলে দিলি গোটা দেশ জুড়ে। প্রথম দিনেই ছবি ঘরে তুলে নিয়েছিল ৪২ কোটি টাকা, যা সলমন খানের জীবনে রেকর্ড। প্রথম দিনের সংগ্রহে এত লাভের মুখ এর আগে তিনি দেখেননি। তবে প্রাপ্তি যোগের এখানেই শেষ নয়। 

দ্বিতীয় ও তৃতীয় দিনেরর লাভের অঙ্কও ছিল বেজায় বিস্তর। যার ফলে প্রথম চার দিনেই ভারত ছবি ঘরে তুলে নিল ১০০ কোটি টাকা। গোটা দেশ জুড়ে মোটের ওপর ৪৭০০ টি প্রেক্ষাগৃহে ইদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল এই ছবি। নেটিজেনদের মতকে বুড়ো আঙুল দেখিয়েই সলমন ভক্তরা ভির জমালেন প্রেক্ষাগৃহে। ইদের ছুটি শেষ। তারপরও কর্মব্যস্তার মধ্যেও এই ছবি সংগ্রহ করল ৬০ কোটি টাকা। এখনও বাকি রবিবার। তারই মাঝে ছবি ছুঁয়ে ফেলল একশো কোটি। আজই প্রথম রবিবার, আবার এর বর অঙ্কের অর্থ লাভের আশায় প্রযোজক সংস্থা। এই ভাবে চলতে থাকলে সলমননের জীবনের চুর্তথ ছবি হবে ভারত, যা ৩০০ কোটির ক্লাবে নাম লেখাবে। এর আগে সুলতান, প্রেম রতন ধন পায়ো ও সুলতান ছবি জায়গা করে নিয়েছিল তিনশো কোটির ক্লাবে।

ফলেই সলমন খানের খুশির ইদে হল ধনলক্ষ্মীর বৃষ্টি। ভক্তদের প্রতিক্রিয়ায় খুশি হয়ে ভাইজান দিয়ে দিলেন রিটার্ন গিফটও। জানালেন আগামী বছর ইদেই মুক্তি পাবে ইনসাল্লাহ।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য