ইদে বক্স অফিসে ছবি নয়, ভক্তদের জন্য নয়া উপহার আনলেন সলমন

Published : May 25, 2020, 02:53 PM ISTUpdated : May 25, 2020, 02:58 PM IST
ইদে বক্স অফিসে ছবি নয়, ভক্তদের জন্য নয়া উপহার আনলেন সলমন

সংক্ষিপ্ত

ইদে ভক্তদের জন্য নয়া উপহার আনলেন সলমন খান ইদের মরসুমে নেই সলমন খানের ছবি নেট দুনিয়ায় সুখবর শোনালেন ভাইজান সোশযাল মিডিয়ায় জানালেন তাই নতুন ব্যন্ডের খবর

সোমবার গোটা দেশ মাতল ইদের আমেজে। পরিত্র এই দিনে সকলেই একে অন্যের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রতিবছর, খাওয়ার দাওয়াত থেকে শুরু করে আলোর রসনাই, বাস্তায় নামে মানুষের ঢল, পথ-ঘাট সেজে ওঠে, কিন্তু ২০২০-র সকালে সামনে এল এক অন্য ছবি। পালন হচ্ছে ইদ, কিন্তু পথঘাট ফাঁকা, ফাঁকা হোটেল, রেস্তুোরা, নেই নতুন নতুন পদের অফার। বন্ধ প্রেক্ষাগৃহ, নেই সলমন খানের ব্লকবাস্টার ছবিও। 

করোনা ভাইরাসের কবলে পড়ে বদলে গিয়েছে দেশের চেনা ছবি। মানুষ গৃহবন্দি থেকেই পালন করছেন ইদ। তবে ইদের মরসুম আর থাকবেন না সলমন খান, তা কি হয়! এমনই প্রশ্নের উত্তরে এবার হাজির খোদ ভাইজান। উপহারে নিজের ছবি আনতে না পারলেও তিনি নতুন পণ্যদ্রব্য এবার বাজারে আনলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন প্রোডাক্টের কথা জানালেন সলমন খান। 

 

 

ইদের ঠিক আগের মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সলমন খান জানান, তিনি বানাতে চেয়েছিলেন বডি স্প্রে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন স্যানিটাইজার। তাই তিনি নিজে ফ্রেস নামে নতুন ব্র্যান্ডের স্যানিটাইজার নিয়ে এলেন। সকলকে জানালেন তা ব্যবহার করে দেখতে। বাজারে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে স্যানিটাইজার। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য