আবারও চাষের কাজে সলমন, আগে তো ছিল বিগ বস প্রমোশন, এবার প্রশ্ন ভক্তদের মনে

Published : Dec 11, 2020, 08:33 AM IST
আবারও চাষের কাজে সলমন, আগে তো ছিল বিগ বস প্রমোশন, এবার প্রশ্ন ভক্তদের মনে

সংক্ষিপ্ত

হাতে কোদাল নিয়ে ব্যস্ত সলমন খান ফার্ম হাউসে পার্মিং-এ ব্যস্ত ভাইজান মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি আবারও কি প্রমশন, জল্পনা তুঙ্গে

সাইক্লোন বা লকডাউনে, ২০২০ দেখিয়েছে সলমন খানের অন্য এক লুক। যা দেখা মাত্রই ভক্তদের মনে ঝড় উঠেছিল। হঠাৎ করে ভাইজানের হল কি। রীতি মত ট্রাক্টর চালিয়ে, লাঙল ধরে চাষের কাজে মন দিয়েছেন তিনি। ছবি দেখা মাত্রই তা মুহূর্তে ঝড় তুলেছিল ভক্তদের মনে। সেই চেনা ছবি ধরা দিল আরও একবার। কাজের ফাঁকে অবসরে আবারও মাদার নেচারের কাছে ভাইজান। 

আরও পড়ুনঃ 'শেষে কি না নিজের শহরও', ধর্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

লকডাউনে একের পর এক ঝবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। কোথাও দেখা গিয়েছিল ভাইজানকে রীতিমত ঝড়ের পর সাফাইয়ের কাজে ব্যস্ত থাকতে, কোথাও আবার দেখা গিয়েছিল লাঙল দিয়ে চাষ করতে। কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেঙেছিল ভুল। সামনে এসেছিল বিগ বসের প্রমোশন। আর সেখানেই দেখা যায় সলমন খানকে নিজের ফার্ম হাউস থেকে শ্যুট করতে। যার ্ংশ হিয়েবে ছিল সেই ফার্মি। 

 

 

তাই এবারও নেটিজেনদের মনে প্রশ্ন, নতুন কোন উদ্যোগে সামিল ভাইজান, আবার কেন মাঠে নামলেন তিনি। যদিও তার কোনও ইঙ্গিতই মেলেনি সলমন খানের পোস্ট থেকে। সেখানে কেবলই গায়ে কাদা মাটি মাখা লুক শেয়ার করে ভাইজান লিখেছেন মাদার আর্থ। মুহূর্তে সেই ছবি হয়ে উঠল ভাইরাল। কোভিড পরিস্থিতিতে সলমন খান অধিকাংশ সময়টাই কাটালেন তাঁর ফার্ম হাউসে। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?