ফের শোকের ছায়া সলমনের জীবনে, ক্যান্সার গ্রাস করল অভিনেতার প্রিয়জনের

Published : May 24, 2020, 02:47 AM IST
ফের শোকের ছায়া সলমনের জীবনে, ক্যান্সার গ্রাস করল অভিনেতার প্রিয়জনের

সংক্ষিপ্ত

ক্যান্সারে প্রয়াত সলমন খানের সহ অভিনেতা মোহিত বাঘিল মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৬ গত ছয় মাস দিল্লিতে চিকিৎসা চলছিল তাঁর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি

সলমন খানের সহ অভিনেতা মোহিত বাঘিলের মৃত্যুতে শোকের ছায়া খান পরিবারে। বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন মোহিত। রেডি ছবিতে অমর চৌধুরির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক তথা চিত্রনাট্যকার রাজ সান্ডিল্য জানান, শনিবার মোহিত উত্তরপ্রদেশের মথুরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রাজ জানান, "এরমভাবে মোহিত চলে যাবে ভাবিনি। দিল্লির এআইআইএমএসে চিকিৎসাধীন ছিল মোহিত। ছয় মাস ধরে সেখানেই ভর্তি ছিল ও। এই মাসের ১৫ তারিখ ওর সঙ্গে কথা হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল মোহিত। ওর মা-বাবা মথুরায় থাকে। আমি এক বন্ধুর থেকে ওর মৃত্যুর খবর পাই।"

মোহিত রাজের সঙ্গে বেশ কয়েকবার কাজ করেছিলেন। কমেডি সার্কাসের পাশাপাশি জবরিয়া জোরি ছবিতে দেখা গিয়েছিল মোহিতকে। জানা গিয়েছে, আয়ুষ্মান খুরানার ড্রিম গার্লেও মোহিতের কাজ করার কথা ছিল। সময়ের অভাবে মোহিত সে ছবিতে কাজ করতে পারেননি তিনি। আগামী দুটি ছবিতে মিলান টকিস এবং বান্টি অউর বাবলি টু-তে কাজ করার কথা ছিল মোহিতের। 
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য