ফের শোকের ছায়া সলমনের জীবনে, ক্যান্সার গ্রাস করল অভিনেতার প্রিয়জনের

Published : May 24, 2020, 02:47 AM IST
ফের শোকের ছায়া সলমনের জীবনে, ক্যান্সার গ্রাস করল অভিনেতার প্রিয়জনের

সংক্ষিপ্ত

ক্যান্সারে প্রয়াত সলমন খানের সহ অভিনেতা মোহিত বাঘিল মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৬ গত ছয় মাস দিল্লিতে চিকিৎসা চলছিল তাঁর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি

সলমন খানের সহ অভিনেতা মোহিত বাঘিলের মৃত্যুতে শোকের ছায়া খান পরিবারে। বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন মোহিত। রেডি ছবিতে অমর চৌধুরির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক তথা চিত্রনাট্যকার রাজ সান্ডিল্য জানান, শনিবার মোহিত উত্তরপ্রদেশের মথুরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রাজ জানান, "এরমভাবে মোহিত চলে যাবে ভাবিনি। দিল্লির এআইআইএমএসে চিকিৎসাধীন ছিল মোহিত। ছয় মাস ধরে সেখানেই ভর্তি ছিল ও। এই মাসের ১৫ তারিখ ওর সঙ্গে কথা হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল মোহিত। ওর মা-বাবা মথুরায় থাকে। আমি এক বন্ধুর থেকে ওর মৃত্যুর খবর পাই।"

মোহিত রাজের সঙ্গে বেশ কয়েকবার কাজ করেছিলেন। কমেডি সার্কাসের পাশাপাশি জবরিয়া জোরি ছবিতে দেখা গিয়েছিল মোহিতকে। জানা গিয়েছে, আয়ুষ্মান খুরানার ড্রিম গার্লেও মোহিতের কাজ করার কথা ছিল। সময়ের অভাবে মোহিত সে ছবিতে কাজ করতে পারেননি তিনি। আগামী দুটি ছবিতে মিলান টকিস এবং বান্টি অউর বাবলি টু-তে কাজ করার কথা ছিল মোহিতের। 
 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী